AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Idris Ali: ইদের সকালে রাজনাথ সিং-এর আরোগ্য কামনা ইদ্রিস আলির

Idris Ali: গত কয়েকদিন আগেই করোনায় আক্রান্ত হয়েছেন রাজনাথ সিং। চিকিৎসকের পরামর্শ নিয়ে বিশ্রামে রয়েছেন তিনি।

Idris Ali: ইদের সকালে রাজনাথ সিং-এর আরোগ্য কামনা ইদ্রিস আলির
রাজনাথের আরোগ্য কামনা ইদ্রিসের
| Edited By: | Updated on: Apr 22, 2023 | 12:00 PM
Share

কলকাতা: ইদের সকালে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-এর আরোগ্য কামনা করলেন তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলি। শনিবার সকালে ইদ উপলক্ষে শুভেচ্ছা বার্তা দিয়েছেন অল ইন্ডিয়া মাইনোরিটি ফোরামের সভাপতি তথা ভগবানগোলার বিধায়ক। ইদ্রিস আলি বলেন, ইদ দানের উৎসব। পশ্চিমবঙ্গের কোনও উৎসবই শুধুমাত্র একটি সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না।

বিধায়কের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমলে পশ্চিমবঙ্গে কেউ অশান্তি ছড়ানোর চেষ্টা করলেও সে কখনই সফল হবে না। তাঁর আবেদন, উৎসব এমনভাবে পালন করুন যাতে অন্য সম্প্রদায়ের মানুষ কোনও আঘাত না পান।

পাশাপাশি করোনা থেকে যাতে মুক্তি হয়, সেই প্রার্থনাও করেছেন ইদ্রিস। সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং। তাঁরই আরোগ্য কামনা করেছেন ইদ্রিস আলি। কয়েকদিন আগেই আক্রান্ত হন রাজনাথ। বিবৃতি প্রকাশ করে প্রতিরক্ষা মন্ত্রীর কোভিড আক্রান্ত হওয়ার খবর জানানো হয়। চিকিৎকদের পরামর্শ নিয়ে বিশ্রামে রয়েছেন তিনি। কোভিড সংক্রমণের কারণে রাজনাথের একাধিক কর্মসূচি বাতিলও করে দেওয়া হয়েছে।

ইদ উপলক্ষে শনিবার সকালে রেড রোডেও গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সভায় গিয়ে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন মমতা। সংখ্যালঘু ভোট যাতে কেউ ভাঙতে না পারে সেই বার্তাও দিয়েছেন তিনি।