EXPLAINED: পশ্চিমবঙ্গের ৩ জেলায় অ্যাক্টিভ হয়ে গিয়েছে স্লিপার সেল! দু’দিক দিয়ে হামলা চালাবে বাংলাদেশ-পাকিস্তান?

সিজার মণ্ডল | Edited By: সঞ্জয় পাইকার

Dec 09, 2024 | 6:12 PM

JMB sleeper cell: সাধারণ মানুষের মতো বিভিন্ন পেশায় কাজ করে স্লিপার সেলের সদস্যরা। যখন উপর থেকে যা নির্দেশ আসে, সেই কাজ করে তারা। বিশেষজ্ঞরা বলছেন, স্লিপার সেলের সদস্যরা মূলত দু'রকম হয়। প্রথমত, স্লিপার সেলের সেইসব সদস্য, যারা সরাসরি হামলায় যুক্ত হয় না। হয়তো তারা কোনও জঙ্গিকে থাকার ব্যবস্থা করে দিল। তাকে মোবাইলের সিমকার্ড জোগাড় করে দেয়। কিংবা প্রয়োজনে কারও সঙ্গে পরিচয় করিয়ে দেয়। পড়ুন টিভি৯ বাংলার বিশেষ প্রতিবেদন...

EXPLAINED: পশ্চিমবঙ্গের ৩ জেলায় অ্যাক্টিভ হয়ে গিয়েছে স্লিপার সেল! দুদিক দিয়ে হামলা চালাবে বাংলাদেশ-পাকিস্তান?
পশ্চিমবঙ্গে উদ্বেগ বাড়াচ্ছে জেএমবি-র স্লিপার সেল?

Follow Us

কেউ কাউকে চেনে না। কিন্তু, নির্দেশ মতো কাজ করে। আর পাঁচটা সাধারণ মানুষের মতো সমাজে বাস করে তারা। অক্ষয় কুমারের ‘হলিডে: আ সোলজার ইজ নেভার অফ ডিউটি’ সিনেমায় ‘স্লিপার সেল’-র এই ভূমিকা দেখা গিয়েছে। গোয়েন্দারা বলেন, জঙ্গি সংগঠনগুলির কাছে এই স্লিপার সেলের গুরুত্ব অপরিসীম। আর সেই স্লিপার সেল নিয়ে এবার চিন্তা বাড়ছে বাংলার। বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে সে দেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত-উল মুজাহিদিন বাংলাদেশ(জেএমবি) তাদের স্লিপার সেলের সক্রিয়তা বাড়াচ্ছে পশ্চিমবঙ্গের একাধিক জেলায়। প্রশ্ন উঠছে, হঠাৎ বাংলাদেশে কীভাবে সক্রিয় হয়ে উঠল নিষিদ্ধ সংগঠনগুলি? কতটা চিন্তা বাংলার? কী বলছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা? গত ৫ অগস্ট প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর মহম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে গঠন হয় অন্তর্বর্তী সরকার। এই পরিস্থিতিতে গত কয়েক মাসে বাংলাদেশে জঙ্গি সংগঠনগুলির সক্রিয়তা বেড়েছে বলে জানাচ্ছে ভারতের গোয়েন্দা সংস্থা। অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রকে রিপোর্ট দিয়েছে তারা। জেএমবি-র স্লিপার সেল- বছর দশেক আগে খাগড়াগড়কাণ্ডে উঠে এসেছিল জেএমবি-র নাম। ২০১৪ সালের ২ অক্টোবর বর্ধমান শহর লাগোয়া খাগড়াগড়ে বোমা বিস্ফোরণ...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন