Class V Controversy: আরও প্রাথমিকে যুক্ত হল ক্লাস ফাইভ! কেন? কী পরিকল্পনা সরকারের?
Class V Controversy: শিক্ষা দফতর সূত্রে খবর, একটি এলাকায় যদি সব প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণি যুক্ত হয়ে যায়, তাহলে হাইস্কুল থেকে একে একে ক্লাস ফাইভ তুলে দেওয়া হবে। তবে আপাতত দু জায়গাতেই থাকছে ক্লাস ফাইভ।

বাংলার শিক্ষা ব্যবস্থায় স্কুলজীবন মূলত তিন ভাগে ভাগ করা। প্রাথমিক স্তর (প্রাইমারি), মাধ্যমিক স্তর (সেকেন্ডারি) ও উচ্চ মাধ্যমিক স্তর (হায়ার সেকেন্ডারি)। চতুর্থ শ্রেণি বা ক্লাস ফোরের পর থেকেই অভিভাবকদের চিন্তা শুরু হয়ে যায়, কোন হাইস্কুলে ভর্তি করাবেন। প্রাইমারি যদি একজন শিক্ষার্থীর জন্য ভিত হয়, মাধ্যমিক স্তর তাহলে ভবিষ্যতের শুরু। তাই স্কুল বেছে নেওয়ার সময় সবদিক বিচার করেন অভিভাবকরা। তবে এবার শিক্ষা ব্যবস্থায় যে পরিবর্তন আসছে, তাতে পঞ্চম শ্রেণিতে ওঠার সময় বাবা-মায়ের বেশি চিন্তা থাকবে না। রাজ্যের অনেক প্রাথমিক স্কুলেই রয়েছে পঞ্চম শ্রেণি পড়ার সুযোগ। তবে এবার ধাপে ধাপে সেই সংখ্যাটা বাড়িয়ে দেওয়া হচ্ছে। নতুন করে ২৩৩৫টি প্রাথমিক স্কুলে ক্লাস ফাইভ চালু করার কথা...
