Chinese Garlic: বাংলার বাজারে ‘বিষ’ ছড়াচ্ছে চিন! ‘বিষাক্ত’ চিনা রসুন চিনবেন কী করে?

Chinese Garlic: খুচরো বাজারে ভারতীয় রসুনের দাম প্রতি কেজিতে ৩২০ টাকা। সেখানে চিনা রসুনের দাম প্রতি কেজিতে ২৫০ টাকা। দাম কম হওয়ায় অনেকেই চিনা রসুন কেনেন। কিন্তু, তার ক্ষতিকারক দিক অনেকেই জানেন না। চিনা রসুন চিনবেন কী করে? পড়ুন টিভি৯ বাংলার বিশেষ প্রতিবেদন...

Chinese Garlic: বাংলার বাজারে বিষ ছড়াচ্ছে চিন! বিষাক্ত চিনা রসুন চিনবেন কী করে?
কীভাবে চিনবেন? Image Credit source: গ্রাফিক্স- টিভি ৯ বাংলা

| Edited By: সঞ্জয় পাইকার

Nov 09, 2024 | 1:47 PM

কলকাতা: বাজারে গিয়ে রসুন কিনছেন। কোথায় একটু কম দামে পাওয়া যায় কি না, তার খোঁজ করছেন। কিন্তু, ভেবে দেখেছেন কী, কোন রসুন বাজার থেকে কিনে আনছেন? ভাবছেন, কোন রসুন মানে। রসুন তো রসুনই হয়। ঠিকই। বাজার থেকে রসুনই আনছেন। কিন্তু, আপনি যে রসুন বাজার থেকে কিনে এনেছেন, তা আপনার শরীরের পক্ষে ক্ষতিকারক কি না, কখনও ভেবে দেখেছেন। আপনি যে রসুন বাজার থেকে কিনে এনেছেন, তা চিনা রসুন নয় তো? বিশেষজ্ঞরা বলছেন, চিনা রসুন শরীরের পক্ষে ক্ষতিকারক। সেজন্য ভারতে চিনা রসুন নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় সরকার। তারপরও বাজারে চিনা রসুন বিক্রি হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে বাজারগুলি পরিদর্শন করছেন টাস্ক ফোর্সের সদস্যরা। চিনা রসুন- ...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন