
কলকাতা: বাজারে গিয়ে রসুন কিনছেন। কোথায় একটু কম দামে পাওয়া যায় কি না, তার খোঁজ করছেন। কিন্তু, ভেবে দেখেছেন কী, কোন রসুন বাজার থেকে কিনে আনছেন? ভাবছেন, কোন রসুন মানে। রসুন তো রসুনই হয়। ঠিকই। বাজার থেকে রসুনই আনছেন। কিন্তু, আপনি যে রসুন বাজার থেকে কিনে এনেছেন, তা আপনার শরীরের পক্ষে ক্ষতিকারক কি না, কখনও ভেবে দেখেছেন। আপনি যে রসুন বাজার থেকে কিনে এনেছেন, তা চিনা রসুন নয় তো? বিশেষজ্ঞরা বলছেন, চিনা রসুন শরীরের পক্ষে ক্ষতিকারক। সেজন্য ভারতে চিনা রসুন নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় সরকার। তারপরও বাজারে চিনা রসুন বিক্রি হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে বাজারগুলি পরিদর্শন করছেন টাস্ক ফোর্সের সদস্যরা। চিনা রসুন- ...