কলকাতা: কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে দু’দিনের ধরনায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই ধরনামঞ্চ থেকে শনিবার তিনি ঘোষণা করেছেন, ১০০ দিনের শ্রমিকদের বকেয়া টাকা দেবে তাঁর সরকারই। এ রাজ্যের যে শ্রমিকরা ১০০ দিনের কাজ করেও টাকা পাননি, আগামী ২১ ফেব্রুয়ারি রাজ্য সরকার সেই শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাবে। তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগে একাধিকবার আভাস দিয়েছিলেন। বিভিন্ন সময় বারবার তাঁকে বলতে শোনা গিয়েছিল, যে কোনও বঞ্চনার বিরোধিতায় রাজ্য সরকারের ভূমিকা সদর্থক হবে। রাজ্য সরকার সবসময় মানুষের পাশে আছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ৭০ হাজার জনকে বার্ধক্য ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। রেজিস্ট্রেশন করেও নানা কারণে ভাতা পাননি এমন ৭০ হাজার মানুষের জন্য এই পরিষেবার কথা ঘোষণা করেন তিনি। সেই সময়ই তিনি ইঙ্গিত দিয়েছিলেন, রাজ্য সরকারও ভাবছে।
একইসঙ্গে কেন্দ্রের ‘বঞ্চনা’য় বঞ্চিতদের অর্থ সাহায্যের কথাও ঘোষণা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজভবনের বাইরে টানা ৫ দিন ধরনার পর তিনি বলেছিলেন, কেন্দ্র টাকা না দিলেও রাজ্য সরকার তাঁদের জন্য বন্দোবস্ত করবে। অভিষেককে বলতে শোনা গিয়েছিল, কেন্দ্রের কাছে প্রাপ্যটুকুই দাবি করা হয়েছে। তা তারা না দিতে পারলে রাজ্য দেবে।
অভিষেক লক্ষ্মীর ভাণ্ডারের প্রসঙ্গ তুলে বলেছিলেন, “৩৭ হাজার কোটি টাকা খরচ করে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বাংলার ২ কোটি ১২ লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার দিতে পারেন, তাহলে ৮ হাজার কোটি টাকা খরচ করে বকেয়া পাওনাও দেবেন।” তখন থেকেই নানা মহলে জল্পনা ছিল, রাজ্য সরকার হয়ত কোনও পদক্ষেপ করতে চলেছে। এদিন মমতার ঘোষণা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। বকেয়া টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার দিন হিসাবে ভাষা দিবসকে বেছে নেওয়ার মধ্যেও কোথাও যেন লুকিয়ে বাংলা অস্মিতা।