কলকাতা: ঘুড়ির সুতো পারতে ঢিল ছুড়েছিল। ঢিল গিয়ে লাগে জানালার কাচে। কাচ ভেঙে যায়। তাতেই অগ্নিশর্মা বাড়ির মালিক। এক নাবালককে ঘড়ে ঢেকে তুলে আছাড় মেরে পা ভেঙে ফেলার অভিযোগ উঠল বাড়ির মালিকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মহেশতলায় ডাকঘর কাজিপাড়ায়।
মহেশতলা ডাকঘর কাজিপাড়ায় বেশ কয়েকজন নাবালকরা ঘুড়ির সুতো ইট মেরে পারছিল। সেই সময় মাঠের পাশে একটি বাড়ির জানালায় কাচে ইট লাগে। অভিযোগ, সেই ইট জানালায় কাচে লাগার পরই ওই বাড়ির গৃহকর্তা এক নাবালককে তাঁদের ঘরে ডাকেন। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, তারপরই তাঁকে বাড়িতে ঢুকিয়ে ঘরের দরজা বন্ধ করে মারধর করতে থাকেন। গলা টিপে ধরে, তিনবার তুলে আছাড় মেরে পা ভেঙে দেন বলে অভিযোগ।
খবর পেয়ে নাবালকের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে নাবালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য। ওই নাবালকের ডান পা ভেঙে গিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ডান পায়ে প্লাস্টারও করা হয়েছে । ইতিমধ্যেই মহেশতলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে নাবালকের পরিবারের পক্ষ থেকে।
এখনও পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করেনি পুলিশ। পরিবারের এক সদস্য বলেন, “বাচ্চারা মাঠের সামনেই খেলছিল। ঘুড়ি ওড়াচ্ছিল। কোনওভাবে সুতো আটকে যায়, সেটাকেই পারার চেষ্টা হচ্ছিল। ওরা ওতো বুঝে কিছুই করেনি। কিন্তু কাচ ভেঙেছে সেটা খারাপ, ডেকে বকাঝকা পর্যন্ত ঠিক ছিল। কিন্তু তুলে আছাড় মারবে! বাচ্চাটার পা ভেঙে গেল। আমাদের বড় ক্ষতি হয়ে গেল।”