JU Student Death: যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় এবার খুনের ধারা রুজু করল পুলিশ

সিজার মণ্ডল | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Aug 11, 2023 | 5:18 PM

JU Student Death: তাহলে কি যাদবপুরে র‍্যাগিংয়ের বলি প্রথম বর্ষের ছাত্র? জয়েন্ট সিপি ক্রাইমের বক্তব্য, তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে আছে। প্রত্যক্ষদর্শীদের আমরা বয়ান রেকর্ড করা হচ্ছে, কী হয়েছে এখনই স্পষ্ট করে বলা যাচ্ছে না।

JU Student Death: যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় এবার খুনের ধারা রুজু করল পুলিশ
স্বপ্নদ্বীপ কুন্ডু মৃত্যু
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কলকাতা: ছেলের মৃত্যুতে হস্টেলের আবাসিকদের বিরুদ্ধে খুনের ধারা রুজু করলেন যাদবপুরের পড়ুয়া স্বপ্নদীপ কুণ্ডুর বাবা রমাপ্রসাদ কুণ্ডু। তাঁর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছে পুলিশ। অবশ্য স্বপ্নদীপের বাবা নির্দিষ্ট করে কারোর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেননি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যু ঘিরে বেশ কিছু প্রশ্ন উঠছে। মেইন হস্টেলের বারান্দা থেকে তাঁর পড়ে যাওয়া ও মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই একাধিক প্রশ্ন উঠছে। স্বপ্নদীপের পরিবারের একাংশ ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে এই মৃত্যুর সঙ্গে র‍্যাগিং জড়িত কি না!

তাহলে কি যাদবপুরে র‍্যাগিংয়ের বলি প্রথম বর্ষের ছাত্র? জয়েন্ট সিপি ক্রাইমের বক্তব্য, তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে আছে। প্রত্যক্ষদর্শীদের আমরা বয়ান রেকর্ড করা হচ্ছে, কী হয়েছে এখনই স্পষ্ট করে বলা যাচ্ছে না।

এখনও এই ঘটনায় ১০-১৫ জনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তবে কাউকে গ্রেফতার করা হয়নি। ইতিমধ্যেই স্বপ্নদীপের বাবাকে ফোন করে খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

স্বপ্নদীপের ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, নির্দিষ্ট উচ্চতা থেকে পড়ে যাওয়ার কারণেই তাঁর মৃত্যু হয়েছে। ছাত্রের মাথার বাঁ দিকের হাড়ে চিড় ছিল। বাঁ দিকের পাঁজরের হাড়ও ভেঙে যায়। কোমরও ভেঙে গিয়েছিল। তবে স্বপ্নদীপের শরীরে আঘাতের চিহ্ন ছিল গুরুতর। সেটা কেন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। কিন্তু স্বপ্নদীপের বাবার অভিযোগের ভিত্তিতে খুনের ধারা রুজু করল পুলিশ।

স্বপ্নদীপের অস্বাভাবিক মৃত্যুর খবর ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছে গিয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে বিষয়টি জানানো হয়েছে।  র‌্যাগিং-এর গাইডলাইন না মানা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে।

Next Article