কলকাতা: রাত পোহালেই ইডেনে মহারণ। সম্মুখ-সমরে ভারত-ইংল্যান্ড। ২২ জানুয়ারির ম্য়াচ নিয়ে উত্তেজনার পারদ চড়তে না চড়তেই এবার বড় ঘোষণা করে দিল পূর্ব রেল। ক্রিকেটপ্রেমীদের সুবিধার কথা মাথায় রেখে চলবে অতিরিক্ত ট্রেন। এদিন রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানানো হয়েছে। চলবে দু’টি অতিরিক্ত লোকাল। প্রিন্সেপ ঘাট ও বারাসত, বিবাদী বাগ ও বারুইপুরের মধ্যেও চলবে এই অতিরিক্ত ট্রেন।
২২ তারিখ রাত ১১টা ৫০ মিনিটে প্রিন্সেপ ঘাট থেকে বারাসতের উদ্দেশ্যে যাবে একটি স্পেশ্যাল লোকাল। ১টায় পৌঁছাবে বারসতে। অন্যদিকে ২৩ তারিখ রাত ১২টা বেজে ২ মিনিটে বিবাদী বাগ থেকে একটি লোকাল ট্রেন ছেড়ে যাবে বারুইপুরের উদ্দেশ্যে। বারুইপুরে পৌঁছাবে ১টা বেজে ৩২ মিনিটে। রেল বলছে ম্যাচ দেখতে আসা ক্রিকেটপ্রেমীদের বাড়ি ফিরতে যাতে কোনও অসুবিধা না হয় সে কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইংল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়া খেলতে চলেছে ৫ ম্যাচের টি-২০ সিরিজ। বুধবার সন্ধ্যা ৭টায় ইডেনে রয়েছে ম্যাচ। নতুন বছরে এই প্রথম টিম ইন্ডিয়ার ম্যাচ ক্রিকেটের নন্দনকাননে। থাকছে একগুচ্ছ চমক। ২২ জানুয়ারির ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর নীল জার্সিতে ফিরতে চলেছেন মহম্মদ সামি। ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপের পর থেকে চোটের কারণে ছিলেন মাঠের বাইরে। গত বছর বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে ফেরেন সামি। এ বার ভারতের জার্সিতে তাঁর কামব্যাক হচ্ছে ঘরের মাঠে। একইসঙ্গে গৌতম গম্ভীরের কোচিংয়ে এই টি-২০ সিরিজে টিম ইন্ডিয়া কেমন পারফর্ম করে সেদিকে যে বিশেষ নজর থাকবে তা বলাই বাহুল্য। পাশাপাশি সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা টি-২০ সিরিজ শুরুর আগে জোরকদমে শুরু করে দিয়েছেন অনুশীলন।