TMC-BJP, IPL 2025 Final: ইডেন থেকে আইপিএল ফাইনাল কেন সরানো হল, তরজায় তৃণমূল-বিজেপি!

Eden Gardens, Kolkata Knight Riders: পরিবর্তিত সূচিতে প্রাথমিক ভাবে প্লে-অফ এবং ফাইনালের দিন ঘোষণা করলেও ভেনু প্রকাশ করা হয়নি। যদিও কয়েক দিনের মধ্যেই ফাইনাল এবং দ্বিতীয় কোয়ালিফায়ার ইডেন থেকে সরিয়ে নতুন ভেনু হিসেবে আমেদাবাদের নাম ঘোষণা হয়। প্লে-অফের প্রথম দুটি ম্যাচ হবে মুল্লানপুরে।

TMC-BJP, IPL 2025 Final: ইডেন থেকে আইপিএল ফাইনাল কেন সরানো হল, তরজায় তৃণমূল-বিজেপি!
Image Credit source: PTI/BCCI

| Edited By: দীপঙ্কর ঘোষাল

May 22, 2025 | 4:00 PM

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। নিয়ম অনুযায়ী এ বারের আইপিএলের উদ্বোধন এবং ফাইনাল ইডেনেই হওয়ার কথা। সেই মতোই সূচি তৈরি করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ইডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ দিয়ে এ বারের আইপিএল শুরু হয়েছিল। ২৫ মে ফাইনাল হওয়ার কথা ছিল ইডেন গার্ডেন্সেই। সঙ্গে দ্বিতীয় কোয়ালিফায়ারও। কিন্তু পহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানকে জবাবের পর কিছুদিন স্থগিত রাখা হয়েছিল আইপিএল। ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতি ঘোষণার পর ফের নতুন সূচি তৈরি করেছে বোর্ড। পরিবর্তিত সূচিতে প্রাথমিক ভাবে প্লে-অফ এবং ফাইনালের দিন ঘোষণা করলেও ভেনু প্রকাশ করা হয়নি। যদিও কয়েক দিনের মধ্যেই ফাইনাল এবং দ্বিতীয় কোয়ালিফায়ার ইডেন থেকে সরিয়ে নতুন ভেনু হিসেবে আমেদাবাদের নাম ঘোষণা হয়। প্লে-অফের প্রথম দুটি ম্যাচ হবে মুল্লানপুরে। ইডেন থেকে ফাইনাল সরানো নিয়ে তৃণমূল বনাম বিজেপি।

এ দিন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, ‘আমাদের এখানে ইডেনে আইপিএলের একটি প্লে-অফ আর ফাইনাল হওয়ার কথা ছিল। অজ্ঞাত কারণে বা রাজনৈতিক কারণে তা সরানো হল। কেন বাংলার মানুষকে বঞ্চিত করা হল। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এক্স হ্যান্ডলে লিখেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে সরানো হয়েছে। ২০ মে বিসিসিআই আর আইপিএল গভর্নিং কাউন্সিল বৈঠকের পর জানায়, আবহাওয়ার জন্য ম্যাচ সরানো হয়েছে। সুকান্ত মজুমদার বলছেন, আইনশৃঙ্খলার জন্য সরানো হয়েছে। বৃষ্টি একটা অজুহাত। এটা একটা চক্রান্ত।’ খোলসা করেন, আবহাওয়া দফতর থেকে সিএবিকে একটি চিঠিতে জানানো হয়, ২৬ মে থেকে জানানো সম্ভব হবে ৩ জুন অর্থাৎ ফাইনালের দিন কলকাতায় বৃষ্টি হবে কি না।

ক্রীড়ামন্ত্রী আরও যোগ করেন, ‘সুকান্ত বাবু বলছেন আইনশৃঙ্খলা। বোর্ড বলছে আবহাওয়া। কে সত্যি বলছে? বাংলার মানুষকে বঞ্চিত করছে। কেন বাংলার ক্রিকেটপ্রেমীদের বঞ্চনা করা হল? ভারতের যতগুলো ক্রিকেট স্টেডিয়াম আছে, ইডেনের চেয়ে ভালো জল নিকাশি ব্যবস্থা আর কোনও স্টেডিয়ামের নেই। রাজনৈতিক উদ্দেশ্যে ম্যাচ সরানো হল। ভারতীয় ক্রিকেটের ৯৩ বছরের ইতিহাসে এমন নিদর্শন নেই, ফাইনাল সরিয়ে নেওয়া আগে থেকে। আমেদাবাদে ফাইনাল নিয়ে যাওয়ার উদ্দেশ্য। বিসিসিআই যদি এতই আবহাওয়াবিদ হয়, ২০ দিন আগের আবহাওয়া যদি জানাই থাকে তা হলে এ বারের আইপিএলে তিনটি ম্যাচ বন্ধ কেন হল? আবহাওয়াবিদদের নিয়ে যদি কাজ করে থাকেন, তা হলে জবাব দিন।’ এ বারের আইপিএলে কলকাতা, হায়দরাবাদ এবং বেঙ্গালুরু, এই তিন ভেনুতে তিনটি ম্যাচ পণ্ড হয়েছে। প্রথম দুটি ম্যাচ তবু শুরু করা গিয়েছিল, বেঙ্গালুরুতে টসই করা যায়নি।

অরূপ বিশ্বাস বাংলার ক্রিকেট কর্তাদের নিয়েও বলেন, ‘সিএবি কর্তারা কেন প্রতিবাদ করেনি তারা বলতে পারবে। সিএবির উচিত ছিল প্রতিবাদ করা। বাংলাকে পিছিয়ে দেওয়াই উদ্দেশ্য। বাংলার মানুষকে যত বঞ্চনা করা হবে, তত ফিরিয়ে দেবে। বিগত চার বছরে তিনবার ফাইনাল হয়েছে আমেদাবাদে।’ কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা বলছেন, ‘আইনশৃঙ্খলার কথা বলা হচ্ছে। ৯ টা ম্যাচের মধ্যে ৭টা ম্যাচ হয়েছে। তাতে কোনও আইনশৃঙ্খলা জনিত সমস্যা হয়নি। কোনও ভাবেই আইনশৃঙ্খলা নিয়ে কেউ প্রশ্ন তোলেনি। রামনবমীর কারণে একটা ম্যাচের দিন শুধু পরিবর্তন হয়েছিল। কারণ, ওখানে মানুষের নিরাপত্তা জনিত ব্যাপার ছিল। আইনশৃঙ্খলা জনিত কারণ নেই। ৭টা ম্যাচে কোনও সমস্যা হয়নি।’