AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Naushad Siddiqi: জামিন পেলেন নওশাদ সহ ৮৪ জন, ‘ষড়যন্ত্র ব্যর্থ’ বলল ISF

ISF Leader: যাঁদের গ্রেফতার করা হয়েছিল, তাঁদের মধ্যে অনেকেই সরকারি চাকরি করেন। এ কথা বলে এদিন জামিনের আর্জি জানান আইনজীবী।

Naushad Siddiqi: জামিন পেলেন নওশাদ সহ ৮৪ জন, 'ষড়যন্ত্র ব্যর্থ' বলল ISF
নওশাদ সিদ্দিকীImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 21, 2025 | 3:22 PM
Share

কলকাতা: জামিন পেলেন নওশাদ সিদ্দিকী। আইএসএফ বিধায়ক সহ মোট ৮৪ জনকে বুধবার গ্রেফতার করা হয়েছিল। বৃহস্পতিবার তাঁদের পেশ করা হয় আদালতে। বুধবার গ্রেফতার হওয়ার পর জোড়াসাঁকো থানাতেই রাত কাটান নওশাদ সিদ্দিকি। ISF-এর অন্য কর্মীরা রাত কাটান সেন্ট্রাল ডিভিশনের বিভিন্ন থানায়। পুলিশের কাজে বাধাদান, সরকারি সম্পত্তি নষ্ট করা ও রাস্তা আটকানোর অভিযোগে গ্রেফতার করা হয় বিধায়ককে।

এদিন আদালতের বাইরে ছিল প্রচুর আইএসএফ সমর্থকের জমায়েত। তাঁরা নওশাদের মুক্তির দাবিতে সরব হন। স্লোগান দিতে থাকেন। একে একে নওশাদ ও সমর্থকদের আদালতে তোলা হয়।

আদালতে আইনজীবী ফিরদৌস শামিম বলেন, ‘ধৃতদের মধ্যে অনেকেই আছেন, যাঁরা সরকারি কর্মী, শিক্ষক, আইনজীবী রয়েছেন। WBSEDCL-এর ইঞ্জিনিয়ার আছেন দুজন।’ তিনি আরও উল্লেখ করেন, আইএসএফ সমর্থকরা ওবিসি ইস্যুতে গিয়েছিলেন বিক্ষোভ দেখাতে। রাজ্যে লক্ষ লক্ষ ছেলেমেয়ে বিষয়টা নিয়ে উদ্বিগ্ন। আইনজীবীর অভিযোগ, পুলিশ অ্যাটাক করেছে, পাঞ্জাবি ছেঁড়া হয়েছে। তদন্তে সহযোগিতা করবেন বলেও জানান আইনজীবী। শর্তসাপেক্ষে জামিন দেওয়ার কথা বলেন।

প্রথমে ৫০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয় নওশাদ সহ প্রত্যেককে। পরে পরে সেই বন্ড মকুব করে দেওয়া হয়েছে।

নওশাদ জামিন পাওয়ার পর বাইরে উৎসাহী সমর্থকদের উল্লাসের ছবি দেখা যায়। তাঁরা বলেন, “ষড়যন্ত্র ব্যর্থ করেছে জনগণ। গোটা বিভাগ দায়ী নয়। ভাইজানকে খুন করার চক্রান্ত করা হয়েছিল। তবে সব পুলিশ খারাপ নয়, কয়েকজন গুণ্ডামি করেছে।” আপাতত সমর্থকরা আদালতের বাইরে শান্তিপূর্ণ অবস্থান করার সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী কর্মসূচি জানানো হবে।