কলকাতা: মেঘ নেই! রোদের দাপটে পুড়ছে উত্তরবঙ্গ। মে মাসের দ্বিতীয় উষ্ণতম দিন কাটাল দার্জিলিং। বৃহস্পতিবার দার্জিলিংয়ের তাপমাত্রা ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। ১৯৬৪ সালের পর মে মাসে দার্জিলিংয়ে এত গরম। ২৯ ডিগ্রি ছুঁয়ে ফেলল কালিম্পংয়ের পারদ। ৪০.৩ ডিগ্রি সেলসিয়াসে বাগডোগরার তাপমাত্রা। ৩৯.৪ ডিগ্রির গরম কোচবিহার, জলপাইগুড়িতে। এদিন মে মাসের তৃতীয় উষ্ণতম দিন কোচবিহারে।
হাওয়া অফিসের সূত্র বলছে, ১৯৬৬ সালের পর মে মাসে এত গরম কোচবিহারে। অন্যদিকে এদিন মে মাসের দ্বিতীয় উষ্ণতম দিন জলপাইগুড়িতে। ১৯৮৭ সালের পর মে মাসে এত গরম জলপাইগুড়িতে। ৩৯ ডিগ্রির গরম সইতে হল আলিপুরদুয়ারকেও। রোদের তেজে গরম বেড়েছে দক্ষিণবঙ্গেও। একই ছবি রাজস্থানেও।
রাজস্থানের ফালোদি ফুটছে ৪৯ ডিগ্রির গরমে। মরশুমে প্রথমবার ৪৯ ডিগ্রি ছুঁল দেশের তাপমাত্রা। এর পিছনেও হাত রয়েছে সম্ভাব্য ঘূর্ণিঝড় রেমালের। এমনটাই মত আবহাওয়াবিদদের বড় অংশের। চারদিক থেকে জলীয় বাষ্প টানছে সাগরের নিম্নচাপ। তাই দেশের মূল ভূখণ্ড জুড়ে গরম হাওয়ার দাপট। এদিকে হাওয়া অফসের খবর, রবিবার রাত সাড়ে এগারোটা নাগাদ বাংলা-বাংলাদেশ উপকূলে ল্যান্ডফল করতে পারে ঘূর্ণিঝড়। উপকূলবর্তী এলাকাতে ঝড়ের তীব্রতা বেশি তো থাকবেই সঙ্গে কলকাতায় ৯০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগে ঝড়ও বইতে পারে বলে জানা যাচ্ছে। তবে তার আগে শনিবার সন্ধ্যা থেকেই শুরু হয়ে যাবে বৃষ্টি।