কলকাতা: ২০২১ সালের বিধানসভা ভোটের পর একাধিক ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠেছিল। হাইকোর্ট, সুপ্রিমকোর্টে ঘুরেছে সেসব মামলা। এবার আগাম পরিকল্পনা প্রশাসনের। ভোট পরবর্তী অশান্তি মোকাবিলায় ২২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ভোটের পরও এ রাজ্যে রেখে দিতে চান স্পেশাল পুলিশ অবজারভার। এ ব্যাপারে ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়েছেন স্পেশাল পুলিশ অবজারভার অলোক সিনহা।
৪ জুনের পর থেকে ৩০ দিনের জন্য এই বাহিনী রাজ্যে থাকবে। রাজ্যে যে ১০২০ কোম্পানি বাহিনী আছে, তার থেকেই ২২০ কোম্পানি রেখে দিতে চাইছেন স্পেশাল পুলিশ অবজারভার।
এছাড়া ভোটের দিন বিশেষ নজরে নন্দীগ্রাম। ভোটের নন্দীগ্রামে থাকছে ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। নন্দীগ্রামে খুনের ঘটনার পর ১৬ কোম্পানি থেকে আরও ৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বাড়ানো হচ্ছে বলে কমিশন সূত্রের খবর। নন্দীগ্রামে বাড়ানো হয়েছে কিউআরটির সংখ্যা। থাকছে ১২টি কুইক রেসপন্স টিম।