IT Raid: ফুটবল অ্যাসোসিয়েশনের প্রাক্তন সচিবের ঢাকুরিয়ার বাড়িতে আয়কর হানা

Aritra Ghosh | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 11, 2023 | 11:45 AM

IT Raid: সকাল সাড়ে ৬টার কিছু পরে আয়কর দফতরের আধিকারিকরা উৎপল গঙ্গোপাধ্যায়ের ঢাকুরিয়ার বাড়িতে ঢোকেন। উল্লেখ্য, দেশের বিভিন্ন প্রান্তে আয়কর দফতরের আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন। প্রত্যেকটি ক্ষেত্রেও ফরেন লিকার অর্থাৎ বিদেশ মদ প্রস্তুতকারক সংস্থার সঙ্গে লেনদেনের বিষয়ে বেনিয়মের অভিযোগেই এই তল্লাশি চলছে

IT Raid: ফুটবল অ্যাসোসিয়েশনের প্রাক্তন সচিবের ঢাকুরিয়ার বাড়িতে আয়কর হানা
IFA-এর প্রাক্তন কর্তার বাড়িতে আয়কর হানা
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: একদিকে, ওড়িশার মদ প্রস্তুতকারী সংস্থার যোগসূত্র পাওয়া গিয়েছে কলকাতায়। কংগ্রেস সাংসদ ধীরজ প্রসাদ সাহুর সংস্থা বৌধ ডিস্টিলিয়ারিতে তল্লাশি চালিয়ে ৩৫১ কোটি টাকার হদিশ পায় আয়কর দফতর। কলকাতার একাধিক জায়গায় রয়েছে এই সংস্থার ব্যবসা। বালিগঞ্জ, কাশীপুর, লালবাজার স্ট্রিটে হদিশ মিলেছে এই সংস্থার একাধিক অফিস। সেখানে তল্লাশি চলছে। অন্যদিকে, ঢাকুরিয়াতেও এক শিল্পকর্তার বাড়িতে আয়কর দফতরের আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন। ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন অর্থাৎ IFA প্রাক্তন সচিব, বর্তমান শিল্পকর্তা উত্‍পল গঙ্গোপাধ্যায়ের বাড়িতে ভোর রাতে হানা দেন আয়কর আধিকারিকরা। অভিযোগ, বিদেশি মদ প্রস্তুতকারক সংস্থার সঙ্গে যুক্ত উৎপল গঙ্গোপাধ্যায়। আর্থিক তছরুপ, ইনকাম ট্যাক্স ফাঁকি-সহ একাধিক অভিযোগের ভিত্তিতে এই তল্লাশি চলছে বলে সূত্রের খবর।

জানা গিয়েছে, সকাল সাড়ে ৬টার কিছু পরে আয়কর দফতরের আধিকারিকরা উৎপল গঙ্গোপাধ্যায়ের ঢাকুরিয়ার বাড়িতে ঢোকেন। উল্লেখ্য, দেশের বিভিন্ন প্রান্তে আয়কর দফতরের আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন। প্রত্যেকটি ক্ষেত্রেও ফরেন লিকার অর্থাৎ বিদেশ মদ প্রস্তুতকারক সংস্থার সঙ্গে লেনদেনের বিষয়ে বেনিয়মের অভিযোগেই এই তল্লাশি চলছে। উৎপল গঙ্গোপাধ্যায়ের বাড়িতেই সেই সূত্রেই তল্লাশি বলে জানা যাচ্ছে। তবে তাঁর সঙ্গে ওড়িশার কংগ্রেস সাংসদের বাড়িতে টাকা উদ্ধার ও মদ প্রস্তুতকারী সংস্থার বেনিয়ম মামলার কোনও যোগ রয়েছে কিনা, সে বিষয়ে এখনও স্পষ্ট করে জানাননি আয়কর আধিকারিকরা।

উৎপল গঙ্গোপাধ্যায় ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের সচিব ছিলেন। ২০১৯ সালে তিনি পদ থেকে ইস্তফা দেন। তারপর পুরোই শিল্পে মনোনিবেশ করেছিলেন তিনি। এই মুহূর্তে তিনি ঢাকুরিয়ার বাড়িতে উপস্থিত কিনা, তা বলা যাচ্ছে না।

Next Article