IT Raid: ED-CBI-এর পর আরও এক কেন্দ্রীয় এজেন্সি শহরে, বাইপাসের ধারের বহুতলে হানা

সৌরভ গুহ | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 07, 2023 | 10:14 AM

IT Raid: অভিজাত আবাসনের ইটিসি লবির ১২৯ নম্বর ফ্ল্যাটে থাকেন ব্যবসায়ী। সূত্রের খবর, ওই ব্যক্তির কাছে থাকা বিভিন্ন ধরনের নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। মূলত আয়কর দফতরের কর্তারা জানতে চাইছেন, এই ব্যক্তি কী ধরনের ব্যবসা করেন, আর্থিক কী কী লেনদেন হয়েছে, ব্যবসা কতদূর পর্যন্ত বিস্তৃত। পাশাপাশি ব্যাঙ্কেরও নথিপত্র খতিয়ে দেখছেন।

IT Raid: ED-CBI-এর পর আরও এক কেন্দ্রীয় এজেন্সি শহরে, বাইপাসের ধারের বহুতলে হানা
আয়কর দফতরের হানা
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: আবার শহরে এজেন্সির অভিযান। ইডি-সিবিআই-এর পর শহরে আরও এক কেন্দ্রীয় এজেন্সির অ্যাকশন। বাইপাসের ধারে অবস্থিত অভিজাত বহুতল আবাসনে আয়কর তল্লাশি। বৃহস্পতিবারের সকালবেলাই আইটি কর্তা পৌঁছে গিয়েছেন ওই আবাসনে। জানা যাচ্ছে, এক ব্যবসায়ীর ফ্ল্যাটে হানা দিয়েছেন আইটি আধিকারিকরা।

অভিজাত আবাসনের ইটিসি লবির ১২৯ নম্বর ফ্ল্যাটে থাকেন ব্যবসায়ী। সূত্রের খবর, ওই ব্যক্তির কাছে থাকা বিভিন্ন ধরনের নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। মূলত আয়কর দফতরের কর্তারা জানতে চাইছেন, এই ব্যক্তি কী ধরনের ব্যবসা করেন, আর্থিক কী কী লেনদেন হয়েছে, ব্যবসা কতদূর পর্যন্ত বিস্তৃত। পাশাপাশি ব্যাঙ্কেরও নথিপত্র খতিয়ে দেখছেন।

শেষ পাওয়া খবর অনুযায়ী জানতে পারা যাচ্ছে, ওই ব্যবসায়ীর আয়কর রির্টানের ফাইল চেয়েছেন আধিকারিকরা। যেহেতু আয় বহির্ভূত সম্পত্তি নজরে এলে আয়কর দফতর হানা দেয় ফলত প্রশ্ন উঠছে এই ব্যবসায়ীর ক্ষেত্রেও কি তেমনটা ঘটেছে? কারণ জানা গিয়েছে, ব্যক্তির ব্যবসায় বড় ব্যপ্তি রয়েছে। তিনি যে ব্যবসা করছেন তার সঠিকভাবে আয়কর দিচ্ছেন? সবটাই খতিয়ে দেখার জন্য জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি উভয়ই চলছে।

Next Article