Bangla NewsKolkata Jadavpur SFI Protest: SFI's gathering at Jadavpur 8B without police permission
JU SFI Protest: র্যাগিং মুক্ত ক্যাম্পাসের দাবি, পুলিশের অনুমতি ছাড়াই যাদবপুরে SFI-এর জমায়েত
JU SFI Protest: মূলত, র্যাগিং মুক্ত, বহিরাগত সমোজবিরোধী মুক্ত ক্যাম্পাস গড়ে তোলার দাবিতেই এই জমায়েত।
বাইক আরোহীর মৃত্যু
Image Credit source: Tv9 Bangla
Follow Us
কলকাতা: সমাবেশে অনড় এসএফআই (SFI)। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর প্রতিবাদে তাদের এই সমাবেশ। ‘স্বপ্নের সমাবেশ’ নাম দিয়েছে এসএফআই। তবে এই জমায়েতের অনুমতি দেয়নি পুলিশ। কিন্তু তারপরও এ দিন সভার আয়োজন করেছে বাম ছাত্র সংগঠন। এ দিকে, তৃণমূলের সভাবেশে অনুমতি মিললেও এসএফআই-এর সমাবেশে কেন অনুমতি নয় সেই নিয়ে উঠছে প্রশ্ন তুলেছেন তাঁরা।
সর্বশেষ তথ্য উপরে…
এসএফআই-এর সৃজন ভট্টাচার্য বলেন, “”যাদবপুরে যা ঘটেছে একই একই কাজ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়-কলেজ ক্যাম্পাসে তৃণমূল ছাত্র পরিষদ করেছে। এই পুলিশকে কেউ পুলিশ বলে মনে করে? ওরা ব্যালট খেয়ে ফেলা আটকাতে পারে না, দত্তপুকুর আটকাতে পারে না। এরা পুলিশ নয় দালাল।”
এসএফআই-এর অভিযোগ, শুধু যাদবপুর বিশ্ববিদ্যালয় নয়, রাজ্যের বিভিন্ন কলেজগুলোতে তৃণমূলের ‘দাদাগিরি’ বন্ধ করতে হবে।
মূলত, র্যাগিং মুক্ত, বহিরাগত সমোজবিরোধী মুক্ত ক্যাম্পাস গড়ে তোলার দাবিতেই এই জমায়েত।
মঙ্গলবারের এই সমাবেশের প্রধান বক্তা সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, সিপিএম নেতা সুজন চক্রবর্তী ও সৃজন ভট্টাচার্যরা।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র্যাগিংয়ের জেরে প্রথম বর্ষের পড়ুয়া মৃত্যুর ঘটনার পর থেকেই উত্তপ্ত রাজ্য-রাজনীতি। প্রতিবাদে এভিবিপি ও টিএমসিপি ছাত্র পরিষদ রাস্তায় নামে। বাম এবং অতিবামেদের কাঠগড়ায় তোলে উভয় দলই। সেই নিয়ে মিছিলে উত্তাল হয় রাজপথ। এমনকী যাদবপুর ক্যাম্পাসে বামপন্থী পড়ুয়াদের সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের তুমুল সংঘর্ষের খবরও প্রকাশ্যে আসে।