JU PG-UG Hostel: পিজির হস্টেল ইউজিকে দেওয়া নিয়ে নতুন করে বিতর্ক যাদবপুরে

Susovan Bhattacharya | Edited By: সায়নী জোয়ারদার

Aug 19, 2023 | 8:08 PM

PG: পিজি ছাত্রদের অভিযোগ, মেস কমিটি থাকে হস্টেলে। তাদের সঙ্গে কোনও আলোচনা না করেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। হস্টেল সুপারও বিষয়টি জানেন না বলে দাবি ছাত্রদের।

JU PG-UG Hostel: পিজির হস্টেল ইউজিকে দেওয়া নিয়ে নতুন করে বিতর্ক যাদবপুরে
হস্টেল নিয়ে নতুন ঝামেলা।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: বিএ প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুর পর হস্টেল নিয়ে বিতর্ক হয়েই চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। এবার হস্টেল পুনর্বণ্টন নিয়ে প্রতিবাদে পিজি ছাত্ররা। তাদের বক্তব্য, নতুন বয়েজ পিজি হস্টেলকে ইউজি হস্টেল করে দেওয়া হচ্ছে। তাদের দাবি, পিজি হস্টেলে ইউজি থাকলে সমস্যা নেই। কিন্তু এখন ইউজিদের জন্য পিজিদের চলে যেতে বলা হচ্ছে। পিজি ছাত্রদের বক্তব্য, তারা এখন কোথায় যাবে? শনিবার এ নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করে ইউজি পড়ুয়ারা। যদিও এ নিয়ে রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু বলেন, সকলের সঙ্গে কথা বলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

পিজির এক ছাত্রের কথায়, “মেইন হস্টেলে যা ঘটেছে জানি। আমরা সহমর্মীও। এরপর মেইন হস্টেল থেকে ইউজি ওয়ান যারা ছিল তাদের নিউ বয়েজ হস্টেলে পাঠানো হয়। আমরা নিউ বয়েজ হস্টেলের যারা সিনিয়র তা গ্রহণও করি। আমরা ওদের আগলে রেখেছি। আমাদের এতে কোনও আপত্তিও নেই। কিন্তু শুক্রবার বিকেলে সার্কুলার পেয়েছি, যে ইউজিরা আছে তারা ওখানে স্থায়ীভাবে থাকবে। যারা পিজিতে রয়েছে তাদের অন্যত্র পাঠিয়ে দেবে। কোথায় তা বলা হয়নি। আমরা এই সিদ্ধান্তই মানছি না।”

পিজি ছাত্রদের অভিযোগ, মেস কমিটি থাকে হস্টেলে। তাদের সঙ্গে কোনও আলোচনা না করেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। হস্টেল সুপারও বিষয়টি জানেন না বলে দাবি ছাত্রদের। কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে, বলছে পিজি ছাত্ররা। যদিও রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু বলেন, “এটা অস্থায়ী ব্যবস্থা। আলোচনা করে এর একটা সুষ্ঠু সমাধান করব। আমরা ছাত্রদের প্রতিনিধি নিয়ে আলোচনা করে ঠিক করব কোনটা ইউজি হস্টেল হবে কোনটা পিজি হস্টেল হবে।”

Next Article