JU: ম্যাচ চলাকালীন হঠাৎই হাজির যাদবপুরের উপাচার্য, একেবারে অন্য মুডে ‘স্যর’

JU: এদিন সন্ধ্যায় ক্যাম্পাসে ওয়ার্ল্ড ভিউ চত্বরে বিশ্বকাপ ফাইনালের বিশেষ স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়। প্রচুর পড়ুয়া সেখানে ভিড় করেন খেলা শুরুর আগে থেকেই। সন্ধ্যায় সেখানে দেখা যায় উপাচার্য বুদ্ধদেব সাউকেও। তাহলে কি পড়ুয়ারা সব নিয়ম মানছে কি না সেটাই দেখতে এলেন?

JU: ম্যাচ চলাকালীন হঠাৎই হাজির যাদবপুরের উপাচার্য, একেবারে অন্য মুডে 'স্যর'
খেলা নিয়েই কথা পড়ুয়াদের সঙ্গে। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 19, 2023 | 9:45 PM

কলকাতা: ছাত্রের রহস্যমৃত্যুর ঘটনার পর থেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সতর্কতা আরও বেড়েছে। রবিবার বিশ্বকাপের ফাইনাল ম্যাচ জায়ান্ট স্ক্রিনে দেখানোর ব্যবস্থা হয় ক্যাম্পাসে। তবে সেখানে মদ কিংবা মাদক সেবন নিষিদ্ধ, আগেভাগেই কঠোরভাবে জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। বহিরাগতদের প্রবেশেও নিষেধাজ্ঞা রেখেছে। এদিন ম্য়াচ চলাকালীন সেখানে হাজির হন উপাচার্য বুদ্ধদেব সাউ। সরেজমিনে খতিয়ে দেখেন সবটা। কিছুক্ষণ খেলাও দেখেন পড়ুয়াদের সঙ্গে।

এদিন সন্ধ্যায় ক্যাম্পাসে ওয়ার্ল্ড ভিউ চত্বরে বিশ্বকাপ ফাইনালের বিশেষ স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়। প্রচুর পড়ুয়া সেখানে ভিড় করেন খেলা শুরুর আগে থেকেই। সন্ধ্যায় সেখানে দেখা যায় উপাচার্য বুদ্ধদেব সাউকেও। তাহলে কি পড়ুয়ারা সব নিয়ম মানছে কি না সেটাই দেখতে এলেন?

বুদ্ধদেববাবু বলেন, “ছেলেরা খেলা দেখছে। আনন্দ করছে, সেটাই দেখলাম। আর নার্কোটিক্স কনট্রোলের একটা নির্দিষ্ট নিয়ম আছে, আমাদের দেশের আইনের মধ্যেই তা আছে। সিকিউরিটি তা যথেষ্ট ভালভাবেই দেখছে।”