Jadavpur University: যত কাণ্ড যাদবপুরে, ওমপ্রকাশের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন ভারপ্রাপ্ত উপাচার্যের, বেজায় চটলেন অধ্যাপক

Jadavpur University: ভারপ্রাপ্ত উপাচার্য বুদ্ধদেব সাউ চিঠিতে রেজিস্ট্রারকে জানিয়েছেন, অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রের বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগের প্রেক্ষিতে তিনি একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছেন। ওই তদন্ত কমিটি ১৫ দিনের মধ্যে উপাচার্য বুদ্ধদেব সাউয়ের কাছে রিপোর্ট জমা দেবে।

Jadavpur University: যত কাণ্ড যাদবপুরে, ওমপ্রকাশের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন ভারপ্রাপ্ত উপাচার্যের, বেজায় চটলেন অধ্যাপক
যাদবপুরে নয়া বিতর্কImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 04, 2023 | 11:34 PM

কলকাতা: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্বে থাকাকালীন একাধিক গরমিলের অভিযোগ উঠছিল ওমপ্রকাশ মিশ্রর বিরুদ্ধে। আর এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়েও একাধিক অভিযোগ উঠে আসছে অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রের বিরুদ্ধে। এই নিয়ে যাদবপুরের ভারপ্রাপ্ত উপাচার্য বুদ্ধদেব সাউ চিঠি পাঠিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে। ভারপ্রাপ্ত উপাচার্য বুদ্ধদেব সাউ চিঠিতে রেজিস্ট্রারকে জানিয়েছেন, অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রের বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগের প্রেক্ষিতে তিনি একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছেন। ওই তদন্ত কমিটি ১৫ দিনের মধ্যে উপাচার্য বুদ্ধদেব সাউয়ের কাছে রিপোর্ট জমা দেবে।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখার জন্য চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন বুদ্ধদেব সাউ। কমিটির চেয়ারম্যান থাকছেন যাদবপুরের অধ্যাপক তুষার যশ। এছাড়া বাকি তিন সদস্য অধ্যাপক অনুপম দেব সরকার, অধ্যাপক দেবাশিস বিশ্বাস ও অধ্যাপক শুভজিৎ নস্কর। তবে কী কী অভিযোগ রয়েছে অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রর বিরুদ্ধে সেই বিষয়টি অবশ্য রেজিস্ট্রারকে লেখা চিঠিতে উল্লেখ করেননি ভারপ্রাপ্ত উপাচার্য বুদ্ধদেব সাউ।

এদিকে এই তদন্ত কমিটি গঠন ঘিরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের উপর বেজায় চটেছেন অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র। দায়িত্বপ্রাপ্ত উপাচার্যের নিয়োগকে ‘বেআইনি’ বলেও খোঁচা দিয়েছেন তিনি। ওমপ্রকাশের বক্তব্য, “আমরা ভাল করেই জানি, কার অঙ্গুলিহেলনে তাঁর এই নির্দেশ। আমি ৩৫ বছর ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার সঙ্গে যুক্ত। কোনওদিন কর্তৃপক্ষ কোনও অভিযোগের চিঠি আমাকে দেয়নি। এক্ষেত্রেও কোনও চিঠি আমি পাইনি। কোনও ব্যাখ্যা আমার থেকে তলব করা হয়নি। আমি সংবাদমাধ্যম থেকে জানতে পারলাম বিষয়টি। যাঁরা জানেন না তদন্ত কীভাবে করতে হয়, কাকে দিয়ে তদন্ত করতে হয়, কী প্রক্রিয়া… তাঁরা না জেনে বিদ্বেষমূলক কারণে এই ধরনের চক্রান্ত করার অপচেষ্টা করছেন।”