JP Nadda: ‘বাংলায় বিজেপিরই সরকার হবে’, কলকাতায় সভা থেকে বার্তা নাড্ডার

Anjan Roy | Edited By: সায়নী জোয়ারদার

Aug 12, 2023 | 7:07 PM

JP Nadda: এদিন জেপি নাড্ডা বলেন, বাংলায় জঙ্গল রাজ চলছে। তৃণমূল কীভাবে বাংলায় শাসন চালাছে সকলেই দেখছে। বিজেপি কর্মীদের পঞ্চায়েত ভোটে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে।

JP Nadda: বাংলায় বিজেপিরই সরকার হবে, কলকাতায় সভা থেকে বার্তা নাড্ডার
জেপি নাড্ডা।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: বাংলা সফরে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বিজেপির দু’দিনের পূর্বাঞ্চলীয় পঞ্চায়েতী রাজ পরিষদের অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যে এসেছেন তিনি। একইসঙ্গে কলকাতায় একটি সভাও করেন। মূলত পঞ্চায়েত ভোটের বিজেপি প্রার্থী ও আক্রান্তদের ডাকা হয়েছিল সেখানে। সেই অনুষ্ঠানেই বাংলার সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন নাড্ডা। মুখ্যমন্ত্রীর সমালোচনা করে নাড্ডা বলেন, “বিধানসভা ভোটের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তাণ্ডব আমরা দেখেছি। এবারও পঞ্চায়েত ভোটের পর একই ছবি। আমার সেই ১৪ অগস্টের কথা মনে হচ্ছিল। বিভাজনের সময় কলকাতা ও বাংলার মানুষ যা দেখেছিল। দুঃখের বিষয় স্বাধীন ভারতে মমতাজির সরকারে সময় সেই দিন দেখতে হচ্ছে। এটা লজ্জার।” তবে তিনি বাংলায় সরকার গড়া নিয়ে আত্মবিশ্বাসী। হাওড়ায় শনিবারের দলীয় কর্মসূচি থেকে জেপি নাড্ডা বলেন, “আমরা এখন রাজ্যে বিরোধী দলের ভূমিকায় আছি। আগামিদিনে আমরা রাজ্যে সরকার তৈরি করব।”

এদিন জেপি নাড্ডা বলেন, বাংলায় জঙ্গল রাজ চলছে। তৃণমূল কীভাবে বাংলায় শাসন চালাছে সকলেই দেখছে। বিজেপি কর্মীদের পঞ্চায়েত ভোটে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। পঞ্চায়েতের গণনাকেন্দ্রে কীভাবে বিজেপি কর্মীদের বাধা দেওয়া হয়েছে, তার পরও বিজেপি লড়াই থেকে সরেনি। নাড্ডার কথায়, “বিজেপির একজনও কর্মী একা নন। ১৮ কোটির দল ও তার পরিবার আপনাদের সঙ্গে আছে। আমরা এ লড়াই জিতবই। প্রজাতান্ত্রিক পথে জিত আনব।”

এদিন বিজেপির সর্বভারতীয় সভাপতি বলেন, মুখ্যমন্ত্রী অন্য রাজ্য সম্পর্ক মন্তব্য করছেন, অথচ তাঁর নিজের রাজ্যের কী অবস্থা। বাংলায় আইন শৃঙ্খলা বলে কিছু আছে?, প্রশ্ন করেন জেপি নাড্ডা। জেপি নাড্ডা বলেন, “প্রধানমন্ত্রী বাংলার চেহারা তুলে ধরেছেন। তাতে দিদির রাগ হয়েছে। আগে বিজেপি পঞ্চায়েত ভোটে ৫ হাজার আসন জিতেছে, এখন ১০ হাজার আসন জয়লাভ করেছি।”

পঞ্চায়েতে বারবার হিংসার অভিযোগ তুলেছে বিজেপি। এদিন জেপি নাড্ডা সে প্রসঙ্গে তুলে আনেন প্রধানমন্ত্রীর বক্তব্যও। বলেন, “কোলঘাটে প্রধানমন্ত্রী ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠকে বক্তব্য রেখেছেন। সেখানে বাংলার অবস্থা তুলে ধরেছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় প্রমান চাইছেন বাংলায় অশান্তি, হিংসা, গোলমাল, মহিলাদের উপর অত্যাচার হয়েছে কি না। ২০২৩-এ ৫৬ জনের বেশি মানুষ খুন হয়েছেন। কিন্তু রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা জানেন না?” এই মঞ্চ থেকে নানা দুর্নীতির প্রসঙ্গও তোলেন জেপি নাড্ডা। প্রাক্তন শিক্ষামন্ত্রীর নাম করে বলেন, “পার্থ চট্টোপাধ্যায় প্রেসিডেন্সি সংশোধনাগারে আছেন তো? শেষ পর্যন্ত যারা এই ঘটনায় সব থেকে বেশি জড়িয়ে সকলে একদিন না একদিন জেলে যাবেনই।”

Next Article