JU Student death: ফোন বাজেয়াপ্ত হতেই অস্বাভাবিক আচরণ মেইন হস্টেলের পড়ুয়ার, পাঠানো হল কাউন্সেলিংয়ে

Susovan Bhattacharya | Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 21, 2023 | 5:19 PM

JU Student Death: জানা গিয়েছে, রবিবার মেইন হস্টেল পরিদর্শনে যান অস্থায়ী উপাচার্য বুদ্ধদেব সাউ। তখনই ওই পড়ুয়াকে আতঙ্কিত দেখায়। সূত্রের খবর, পড়ুয়া মৃত্যুর ঘটনায় তাঁর ফোন বাজেয়াপ্ত করতেই অস্বাভাবিক আচরণ করেন তিনি। গতকাল রাত্রিবেলা থেকেই মানসিক অস্থিরতা লক্ষ্য করা যায় তাঁর মধ্যে।

JU Student death: ফোন বাজেয়াপ্ত হতেই অস্বাভাবিক আচরণ মেইন হস্টেলের পড়ুয়ার, পাঠানো হল কাউন্সেলিংয়ে
যাদবপুর বিশ্ববিদ্যালয় মেন হস্টেল
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: যাদবপুরে পড়ুয়া মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন অনেকে। তবে পুলিশের নজরে রয়েছেন আরও অনেকেই। এই তদন্তের মধ্যেই আবার এক পড়ুয়ার অস্বাভাবিক আচরণ খবর জানতে পারা যাচ্ছে। মেইন হস্টেলের আবাসিক ওই পড়ুয়াকে ইতিমধ্যেই পাঠানো হয়েছে কাউন্সেলিংয়ের জন্য।

জানা গিয়েছে, রবিবার মেইন হস্টেল পরিদর্শনে যান অস্থায়ী উপাচার্য বুদ্ধদেব সাউ। তখনই ওই পড়ুয়াকে আতঙ্কিত দেখায়। সূত্রের খবর, পড়ুয়া মৃত্যুর ঘটনায় তাঁর ফোন বাজেয়াপ্ত করতেই অস্বাভাবিক আচরণ করেন তিনি। গতকাল রাত্রিবেলা থেকেই মানসিক অস্থিরতা লক্ষ্য করা যায় তাঁর মধ্যে।

পুলিশ সূত্রে খবর, ওই পড়ুয়ার ফোনের মধ্যে কী কী রয়েছে। কার-কার সঙ্গে ফোনে কথা হয়েছে, হোয়াটস-অ্যাপ চ্যাটে কী রয়েছে, কার সঙ্গেই বা কথা বলেছেন সেই সমস্থ বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। এ দিকে, আজ যাদবপুরের ঘটনায় ডিন অফ স্টুডেন্টকে তলব করেছে মানবাধিকার কমিশন। ঘটনার দিন কী হয়েছে তার পুঙ্খানুপুঙ্খ স্টেটমেন্ট নিতে তলব করা হয়েছে।

উল্লেখ্য, গত ৯ অগস্ট যাদবপুরে বিশ্ববিদ্যালয়ের হস্টেল থেকে পড়ে মৃত্যু হয় প্রথম বর্ষের এক পড়ুয়ার। র‌্যাগিংয়ের জেরেই মৃত্যু হয়েছে বলে সিলমোহর দেয় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটি। এই ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার হয়েছেন ১৩ জন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান পড়ুয়া।

Next Article