কলকাতা: আর জি কর কাণ্ডের পরে শহর জুড়ে যে প্রতিবাদের ছবি দেখা গিয়েছিল, চিকিৎসকরা নশন তুলে নেওয়ার পর তা অনেকটা স্তিমিত হয়। তবে সন্দীপ ঘোষ জামিন পেতেই আবারও জ্বলে উঠল সেই ছাই চাপা আগুন। আবারও পথে নামার ডাক দিচ্ছেন প্রতিবাদীরা। এমনকী আগের মতোই জুনিয়র ডাক্তাররা কর্মবিরতির কথাও ভাবতে শুরু করেছেন। শুক্রবার নিম্ন আদালতে সন্দীপ ঘোষ জামিন পাওয়ার পর, এমনটাই বলেছেন জুনিয়র চিকিৎসক কিঞ্জল নন্দ, অনিকেত মাহাতোরা।
আরজিকর খুন ও ধর্ষণ মামলায় জামিন পেয়েছেন সন্দীপ ঘোষ। ৯০ দিন পেরিয়ে যাওয়ার পরও সিবিআই চার্জশিট না দেওয়ায় জামিন পেয়ে যান আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। এরপরই সাংবাদিক বৈঠক করে জুনিয়র ডাক্তাররা জানান, প্রয়োজনে কর্মবিরতির পথে যেতে পারেন তাঁরা। অনিকেত মাহাতো বলেন, ‘প্রয়োজনে কর্মবিরতির পথে যেতে পারি আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’
৯০ দিন পরও দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা কেন চার্জশিট দিতে পারল না, আর অন্যদিকে আর্থিক দুর্নীতির মামলায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে রাজ্য চার্জশিট পেশ করার অনুমতি কেন দিচ্ছেনা সেই প্রশ্ন তুলেছেন। সিবিআই এর ওপরে ব্যর্থতার দায় চাপাচ্ছেন তাঁরা।
তাঁরা বলছেন, তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে চার্জশিট না দেওয়ার জন্য সিবিআই-কে তিলোত্তমার কাছেও জবাব দিতে হবে। তাঁদের প্রশ্ন, দেহ তড়িঘড়ি করে পোড়ানো হয়নি? ১২-১৪ ঘণ্টা পর এফআইআর হয়নি? সেমিনার রুমে বহিরাগত ছিল না? এই গড়িমসির জবাব সিবিআইকে দিতে হবে বলে সুর চড়াচ্ছেন তাঁরা। শুধু সন্দীপ ঘোষ নন, এই মামলা থেকে অব্যাহতি পেয়েছেন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল।