Jyotipriya Mallick: ‘ইডি বুঝে গিয়েছে আমি দোষী নই…’ নিজেকে ‘মুক্ত’ প্রমাণ করলেন বালু?

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 06, 2023 | 3:03 PM

Jyotipriya Mallick: জ্যোতিপ্রিয় দাবি করেছিলেন, 'চার দিনের অপেক্ষা। আমি মুক্ত হয়েই গিয়েছি।'  আজ সেই 'মুক্তির' দিন। আদালতে ঢোকার মুখে মন্ত্রী আবারও বললেন, 'আমি মুক্ত, আমি নির্দোষ। ১১ দিনে ইডি বুঝতে পেরেছে আমি নির্দোষ। ইডি বুঝতে পেরেছে আমি দোষী নই।'

Jyotipriya Mallick: ইডি বুঝে গিয়েছে আমি দোষী নই... নিজেকে মুক্ত প্রমাণ করলেন বালু?
আদালতে ঢোকার মুখে জ্যোতিপ্রিয় মল্লিক
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা:  সিজিও কমপ্লেক্স থেকে বেরনোর সময়ে রেশন দুর্নীতিতে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে কিছুটা বিমর্ষ দেখিয়েছিলেন। সাংবাদিকদের হাজারও প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, ‘আমি ভাল নেই….’। আজ, সোমবার দিনটা বালুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর নিজেকে দেওয়া সময়সীমা শেষ হচ্ছে এদিন। তিনি দাবি করেছিলেন, ‘চার দিনের অপেক্ষা। আমি মুক্ত হয়েই গিয়েছি।’  আজ সেই ‘মুক্তির’ দিন। আদালতে ঢোকার মুখে মন্ত্রী আবারও বললেন, ‘আমি মুক্ত, আমি নির্দোষ। ১১ দিনে ইডি বুঝতে পেরেছে আমি নির্দোষ। ইডি বুঝতে পেরেছে আমি দোষী নই।’  তাঁর সংযোজন, ‘ইডি বুঝতে পেরেছে আমি মুক্ত।’

সোমবার আদালতে তোলার আগে সিজিও কমপ্লেক্স থেকে যখন জ্যোতিপ্রিয় মল্লিককে বার করা হয়, তিনি বলেছিলেন, ‘আমি ভাল নেই।’ দৃশ্যত তাঁকে ক্লান্ত দেখিয়েছিল। এরপর স্বাস্থ্য পরীক্ষার আগে সাংবাদিকদের সামনে কার্যত তিন সত্য করেন বালু। তিনি বলেন, ‘আমি নির্দোষ, আমি নির্দোষ, আমি নির্দোষ…’ এরপর আদালতে ঢোকার মুখে আবারও বোমা। তিনি এবার দাবিই করে ফেললেন, তিনি যে নির্দোষ, সে কথা ইডিও জানে। তাহলে প্রশ্ন দোষী আদতে কে? সে প্রশ্ন জিইয়ে রাখলেন।

আগেই বালু দাবি করেছিলেন ‘চার দিনের অপেক্ষা’। জল্পনা উঠেছিল, তাহলে চার দিন পর ঠিক কী করবেন মন্ত্রী? আদালতে মন্ত্রী কি তাহলে ‘আসল দোষীদের’ নাম করবেন? ঢোকার মুখে ‘ইডি জেনে গিয়েছে আমি দোষী নই’ বলে যেন সেই জল্পনাই উস্কে দিয়েছেন তিনি।

এদিকে, ইডি শেষ তিন দিনে তল্লাশিতে একাধিক তথ্য হাতে পেয়েছে। সূত্রের খবর, সেগুলি ইডি এদিন আদালতে পেশ করতে চলেছে। মন্ত্রী বালুকে আরও সাত দিন নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে ইডি। আর বালুর আইনজীবী আবেদন জানাবেন জামিনের। আদালতে নিজের পক্ষে সওয়ালে মন্ত্রী ঠিক কী বোমা ফাটাবেন, সেটাই দেখার।

Next Article