কলকাতা: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রসঙ্গে বিতর্কিত মন্তব্যের জন্য আগেই জোর সমালোচনার মুখে পড়েছিলেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি। আর এবার ফের রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের অভিযোগ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এবার রাজ্যপাল বোসকে নিশানা করে মন্তব্য করেছেন মন্ত্রী, এক্স হ্যান্ডেলে ভিডিয়ো পোস্ট করে দাবি শুভেন্দুর। এই নিয়ে বাংলার সাংবিধানিক প্রধান সিভি আনন্দ বোসকে চিঠিও পাঠিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা। রাজ্যপালের কাছে শুভেন্দুর দাবি, এই ধরনের আপত্তিকর মন্তব্যের জন্য অখিল গিরির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক। তাঁকে মন্ত্রিসভা থেকে বহিষ্কার করারও দাবি তুলেছেন শুভেন্দু।
কেন এই বিতর্ক? কী এমন বলেছেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি? শুভেন্দু তাঁর এক্স হ্যান্ডেলে যে ভিডিয়োটি পোস্ট করেছেন, তাতে তৃণমূলের কোনও রাজনৈতিক কর্মসূচির মঞ্চ থেকে অখিল গিরি বলছেন, “রাজ্যপাল কেন কুণাল ঘোষের পুজো উদ্বোধন করতে গিয়েছেন, আমরা জানি না নাকি! কেন মুখ্যমন্ত্রীকে ১০ তারিখ আলোচনার জন্য ডাকা হয়েছে, আমরা জানি না?” যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি টিভি নাইন বাংলা।
Today, I have sent an email to the Hon’ble Governor Dr C. V Ananda Bose regarding a sensational accusation made by the motormouth Minister Akhil Giri. I hope appropriate action will be taken.
The self explanatory details are in the letter and the video clip annexed herewith:- pic.twitter.com/lbucLbjvWS— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) November 6, 2023
অখিল গিরির এই মন্তব্য ঘিরেই নতুন করে বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে। বিষয়টি নিয়ে রাজ্যপাল বোসকে চিঠি পাঠিয়ে অখিলকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার দাবি তুলেছেন বিধানসভার বিরোধী দলনেতা। চিঠিতে শুভেন্দু লিখেছেন, গুরুত্বপূর্ণ পদাধিকারীদের নামে ‘কুকথা’ বলা অভ্যেসে পরিণত হয়ে গিয়েছে অখিল গিরির। অতীতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রসঙ্গে অখিল গিরির বিতর্কিত মন্তব্যের কথাও চিঠিতে তুলে ধরেছেন শুভেন্দু। শুভেন্দুর বক্তব্য, এই ধরনের মন্তব্য শুধু রাজ্যপাল বোসের ব্যক্তিগত ভাবমূর্তিকেই আঘাত করেনি, একইসঙ্গে রাজভবন ও রাজ্যপালের চেয়ারের পবিত্রতাকেও ক্ষুণ্ন করেছে।
যদিও শুভেন্দুর এই ভিডিয়ো পোস্ট বা রাজভবনে চিঠি পাঠানোর বিষয়ে রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই চিঠির প্রসঙ্গে রাজভবন থেকেও কোনও বিবৃতি এখনও মেলেনি।
তবে বিরোধী দলনেতার এই মন্তব্যের পাল্টা দিয়েছেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা পার্থ ভৌমিক। অতীতে তৃণমূল বিধায়ক বীরবাহা হাঁসদার প্রসঙ্গে কী মন্তব্য করা হয়েছিল, সে কথাও স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। বীরবাহা হাঁসদা প্রসঙ্গে মন্তব্যের পর কী পদক্ষেপ হয়েছে, সেই নিয়েও প্রশ্ন তুলেছেন পার্থ ভৌমিক।