কলকাতা পুরসভার বাজেটে মিউটেশন নিয়ে বড় ঘোষণা, এবার থেকে লাগবে না কোনও রকম ‘ফি’
KMC: লকাতায় এবার থেকে জমি বা বাড়ি যদি কেউ মিউটেশন করতে চান, তা হলে ২০০ টাকা ছাড় পাবেন।
কলকাতা: কলকাতা পুরসভার বাজেটে বড় সিদ্ধান্তের ঘোষণা করা হল। মিউটেশন সংক্রান্ত যাবতীয় ফি-তে ছাড় পাবেন পুরবাসী। শনিবার পুরসভার বাজেট পর্বে ঘোষণা করেন মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। এবার থেকে মিউটেশন করতে গেলে কিংবা সার্টিফিকেট তৈরিতে যে টাকা লাগত তা আর দিতে হবে না। দু’টি মিলিয়ে মোট ২০০ টাকা লাগত। সেই টাকা আর দিতে হবে না। তবে মিউটেশন সার্টিফিকেটের প্রথম কপির জন্য টাকা না লাগলেও দ্বিতীয় কপি তোলার ক্ষেত্রে টাকা দিতে হবে।
কলকাতায় এবার থেকে জমি বা বাড়ি যদি কেউ মিউটেশন করতে চান, তা হলে ২০০ টাকা ছাড় পাবেন। শুধু তাই নয় প্রথম দফায় মিউটেশন সার্টিফিকেট পেতে কোনও টাকাই দিতে হবে না। ২০২১-২০২২ সালের কলকাতা পুরসভার পূর্ণাঙ্গ বাজেটে শহরের নাগরিকদের জন্য এমনই ঘোষণা করলেন পুর প্রশাসক ফিরহাদ হাকিম। এর পাশাপাশি যাদবপুর ও টালিগঞ্জের মানুষের জন্য আরও এক দফা সুখবর শোনান তিনি। শুধুমাত্র পানীয় জলের বুস্টার পাম্পিং স্টেশনের জন্যই অতিরিক্ত ২১০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবারের পুর-বাজেটে। উল্লেখ্য, আড়াই বছর আগে পুর নিগমের দায়িত্ব দেওয়ার সময় মুখ্যমন্ত্রী দুই এলাকায় পানীয় জলের জন্য বিশেষ নজর দিতে নির্দেশ দিয়েছিলেন। আর্থিক মন্দা থাকায় এতদিন তা কার্যকর না হলেও অবশেষে পুরভোটের আগে সেই কাজের বাস্তবায়ন শুরু হল।
এছাড়াও এবারের বাজেটে একাধিক সুযোগ-সুবিধা পেতে চলেছেন কলকাতার মানুষ। দিন কয়েক আগেই ফিরহাদ হাকিম বহুতল বাড়ির ক্ষেত্রে কমপ্লিশন সার্টিফিকেট (CC) অসম্পূর্ণ থাকলেও এক দফা সুবিধা নিয়েছেন। তাঁর সিদ্ধান্ত, ফ্ল্যাটের সমস্ত মালিক একত্রে আবেদন করলে প্রোমোটার ছাড়াই ভবনের সিসি দেবে পুরনিগম। সেই সঙ্গে অনলাইনে বাড়ির মিউটেশন এবং রেজিস্ট্রেশন শুরু করেছে কলকাতা পুরসভা।
কোভিড পরিস্থিতিকে মাথায় রেখে স্বাস্থ্য দফতরের সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছেন ফিরহাদ হাকিম। রাজ্য সরকারের থেকে পর্যাপ্ত ফান্ড এসেছে যাতে এই কোভিড পরিস্থিতিতে পুর স্বাস্থ্যকেন্দ্র গুলি থেকে স্বাস্থ্য পরিষেবা সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়। সেই সঙ্গে চলতি অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেটে শহরের নিকাশি ব্যবস্থা নিয়েও আলোচনা হয়েছে। শহরের নিকাশি ব্যবস্থাকে আরও উন্নত করতে প্রয়োজনীয় বরাদ্দ করা হয়েছে।
ফিরহাদ হাকিম এদিন বলেন, নির্বাচন কমিশন পুর নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না করার কারণেই পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হয়েছে। গত দু’বার অন্তর্ভুক্তি বাজেট পেশ করার পর এবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করল কলকাতা পুরনিগম। নির্বাচন যতই হোক না কেন, পুরনিগমের কাজ সঠিকভাবে পরিচালনা করার জন্য পূর্ণাঙ্গ বাজেট করা হয়েছে। তাহলে বছরের শেষে হিসেব-নিকেশ ঠিক থাকবে। কলকাতা পুরনিগম সংশোধিত বাজেট ও আয় ব্যয় বরাদ্দ অনুমোদিত হল। ১৬১ কোটি টাকার ঘাটতি রয়েছে আয়-ব্যয় পরিকল্পনায়। ২০২১-২২ অর্থবর্ষে আনুমানিক আয় ৪০৫০ কোটি টাকা। মোট ব্যয় ৪২২১ কোটি টাকা। উল্লেখ্য ২০২০-২০২১ আর্থিক বর্ষে ঘাটতি ছিল ৪১৩ কোটি টাকা। আরও পড়ুন: ‘দুয়ারে সরকার’, সাহায্যে কাস্তে-হাতুড়ি! মানুষের সুবিধায় তৃণমূলের শিবিরের বাইরে হেল্প ডেস্ক খুলল সিপিএম