AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata: আমরাও পাব না রেহাই? ২০৩০ সালের মধ্যেই ডুববে কলকাতা?

Kolkata: কয়েক বছরের মধ্যে যে শহরগুলির তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে সেগুলির মধ্যে উপরের দিকেই রয়েছে কলকাতা। অথচ, কলকাতার অবস্থান যে সমুদ্র লাগায়ো তা তো নয়। তাহলে কেন এই অবস্থা? ভূতত্ত্ববিদদের বক্তব্য, কলকাতার উপর যেভাবে লোড ডিস্ট্রিবিউশন রয়েছে তাতে শহরের মাটি বসে যাচ্ছে।

Kolkata: আমরাও পাব না রেহাই? ২০৩০ সালের মধ্যেই ডুববে কলকাতা?
প্রতীকী ছবি Image Credit: curlytales
| Edited By: | Updated on: Dec 16, 2023 | 3:50 PM
Share

কলকাতা: যে মিলেনিয়াম পার্কে বসে হাওয়া খান সেই পার্কের চেয়ারগুলির যদি বছর দশেক পরে টাইটানিকের মতো গঙ্গার তলায় সলিল সমাধি হয়ে যায়? বা যে ধর্মতলায় দৌড়ে গিয়ে বাস ধরছেন সেখানে ভাসছে লঞ্চ! হ্যাঁ, সবই কল্পনা! কিন্তু, বাস্তব হতে বোধহয় বেশি দেরি নেই। সময় এগোচ্ছে দ্রুতবেগে। হাতে রয়েছে আর কয়েকটা বছর। এই ধরুন ২০৩০ সাল। তারপরই বিশ্বের বড়বড় সব শহর ডুবে যাবে জলের তলায়। সেই তালিকায় আছে থাইল্যান্ডের ব্যাংকক থেকে ভিয়েতনামের হো চি মিন, ইতালির ভেনিস থেকে নেদারল্যান্ডের আমস্টারডাম। এরসঙ্গে রয়েছে আমাদের দেশের দু’টো বড় শহর মুম্বই ও কলকাতা। বিভিন্ন গবেষণা এমনই ভয়ঙ্কর ইঙ্গিত দিচ্ছে। 

টেক্সাস বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট বিজ্ঞানী নবারুণ ঘোষ বলছেন, তাপমাত্রা বাড়ছে সব জায়গা। অ্যাভারেজ গ্লোবাল টেম্পারেচার হু হু করে বেড়ে চলেছে। সমস্ত বিজ্ঞানীরা গবেষণা করে বলে দিচ্ছেন এই এই জায়গা এইভাবে ডুবে যাবে। সেটা কোনও জায়গায় হয়তো পঞ্চাশ বছর, কোনও জায়গায় ২০ বছর, কেউ কেউ বলছে ২০৩০ এর মধ্যে কোনও পদক্ষেপ করা না হলে এই শহরগুলি ডুবে যাবে। 

এখন প্রশ্ন হচ্ছে কেন এই অবস্থা? উত্তর, বিশ্ব উষ্ণায়ণ। বিশেষজ্ঞরা বলছেন, হিমবাহ গলে সমুদ্রের জলস্তর ক্রমশ বাড়ছে। কয়েকফুট পর্যন্ত বাড়বে সমুদ্রের জলতল। সমুদ্রের জলস্তর বাড়লে নদীতে নোনা জল ঢুকতে শুরু করবে। উপকূলীয় শহরগুলির জন্য যা মারাত্মক হতে শুরু করেছে।  নবারুণ ঘোষ বলছেন, কার্বন ডাই অক্সাইডের লেভেল বাড়ছে। অক্সিজেন কমে যাচ্ছে। বরফের স্তর গলছে। হিবাবহগুলি গলে যাচ্ছে দ্রুত। তাতেই বিপদ।

কয়েক বছরের মধ্যে যে শহরগুলির তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে সেগুলির মধ্যে উপরের দিকেই রয়েছে কলকাতা। অথচ, কলকাতার অবস্থান যে সমুদ্র লাগায়ো তা তো নয়। তাহলে কেন এই অবস্থা? ভূতত্ত্ববিদদের বক্তব্য, কলকাতার উপর যেভাবে ক্রমেই বাড়ি, অফিসের সংখ্যা বেড়ে যাচ্ছে, যেভাবে বাড়ছে ভার তাতে শহরের মাটি বসে যাচ্ছে। গঙ্গার জলতলের উচ্চতার থেকে কলকাতার শহরের উচ্চতা মাত্র আধ মিটার বেশি। তাই ভবিষ্যতে যদি সমুদ্রের জলতলের উচ্চতা বাড়ে তাহলে গঙ্গার জলতলও বাড়বে। সে ক্ষেত্রে শহরের পথঘাটে প্রতিদিন ঢুকবে জোয়ারের জল। এমনটাই মত ভূতত্ত্ববিদ সুজীব করের। এদিকে সমুদ্রের করালগ্রাস থেকে কলকাতাকে বাঁচিয়ে রেখেছে সুন্দরবনের বিস্তৃর্ণ ম্যানগ্রোভ অঞ্চল। কিন্তু, সেই জঙ্গল ফাঁকা করে দিচ্ছে অসাধু লোকজন। তাতেই আরও বাড়ছে বিপদ।