আচমকাই মাটিতে লুটিয়ে পড়লেন এক ব্যক্তি, দৌড়ে এল পুলিশও, চাঞ্চল্য ব্রিগেডে
আচমকাই মাটিতে পড়ে গেলেন, তাঁকে ঘিরে ধরলেন বাকিরা, দৌড়ে এল পুলিশ... ব্রিগেডের প্যারেড গ্রাউন্ডে (Left Congress Brigade 2021) এ এক অন্য দৃশ্য
কলকাতা: প্রচণ্ড রোদ। অনেকটা পথ উজিয়ে এসেছিলেন। ভিড়ে ঠেলাঠেলি। ‘স্বপ্নের নায়ক’দের দেখবে বলে এক টানা ঠাঁয় দাঁড়িয়ে ছিলেন তিনি। আচমকাই অসুস্থ হয়ে মাটিতে পড়লেন। তাঁকে দ্রুত নিয়ে যাওয়া হয় হাসপাতালে। রবিবার ব্রিগেডের সমাবেশে (Brigade 2021) এক ব্যক্তির অসুস্থ হওয়া নিয়ে চাঞ্চল্য তৈরি হয়।
আরও পড়ুন: বৈশাখীর পোস্টারে ‘টুম্পা’ লিখে কুরুচিকর মন্তব্য, তির রত্নার দিকে
মঞ্চ থেকেই আব্বাসকে বারবার বলতে শোনা গিয়েছে, ‘আপনারা কেউ পানি খাবেন না…’ চড়া রোদে দাঁড়িয়ে বাম, কংগ্রেস কিংবা আইএসএফ অনুগামীদের মধ্যে তখন উত্তেজনা তুঙ্গে। কেউ নাচছেন, কেউ গান গাইছেন, কেউ বা নেতার নামে গলা ফাটিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন। বছর পঁয়তাল্লিশের সেই ব্যক্তিও তাঁদেরই দলে ছিলেন।
আরও পড়ুন: ‘আমারই নাম কিন্তু টুম্পা’, প্যারোডির আক্ষরিক অর্থ বোঝাতে কার হাত ধরে ব্রিগেডে শ্রীলেখা?
প্রত্যক্ষদর্শীদের কথায়, ঘটনার ঠিক কিছুক্ষণ আগে পর্যন্তও তাঁকে গিয়েছে সুর চড়াতেই। আচমকাই মাটিতে পড়ে যান তিনি। চোখে আচ্ছন্ন ভাব। বাকিরা জল ছিটিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। পুলিশ দেখতে পেয়ে ছুটে আসে। উদ্ধার করে তাঁকে পাঠানো হয় হাসপাতালে। ওই ব্যক্তির পরিচয় জেনে পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, রোদে ডিহাইড্রেশনের জেরে এমন ঘটনা হতে পারে।