Firhad Hakim: ‘এ ওকে পাস করছে, ও তাকে পাস করছে, গোলে বলই গেল না’, সরকারি সিস্টেম নিয়ে ক্ষুব্ধ মেয়র

Firhad Hakim: এই প্রথম নয়, ১১ অগস্টও মেয়রকে কল করেছিলেন সুজয়বাবু। জানিয়েছিলেন সমস্যার কথা। এদিন ফোনে সে কথাও মনে করান তিনি।

Firhad Hakim: ‘এ ওকে পাস করছে, ও তাকে পাস করছে, গোলে বলই গেল না’, সরকারি সিস্টেম নিয়ে ক্ষুব্ধ মেয়র
ফিরহাদ হাকিমImage Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 01, 2023 | 8:20 PM

কলকাতা: সরকারি সিস্টেমই খারাপ, ফুটবলের মত শুধু একে অপরকে পাস দেওয়া চলছে। টক টু মেয়র অনুষ্ঠানে শহরে জল জমা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim)। সূত্রের খবর, এদিন আনন্দ নগরের ১২৫ নম্বর ওয়ার্ড থেকে মেয়রকে ফোন করেছিলেন সুজয় বিশ্বাস। তাঁর এলাকার রাস্তায় জল জমে রয়েছে দীর্ঘদিন থেকে। সমস্যা সমাধানের জন্য ঘুরেছেন প্রশাসনের দরজায়। কিন্তু, সুরাহা হয়নি কিছুতেই। শেষে বাধ্য় হয়ে যোগাযোগ করেন মেয়রের সঙ্গে। কিন্তু, গোটা ঘটনাক্রম ও অব্যবস্থার কথা জেনে ক্ষোভে ফেটে পড়লেন খোদ মেয়র। 

সূত্রের খবর, এই প্রথম নয়, ১১ অগস্টও মেয়রকে কল করেছিলেন সুজয়বাবু। জানিয়েছিলেন সমস্যার কথা। এদিন ফোনে সে কথাও মনে করান তিনি। বলেন, “আপনি বলেছিলেন ১৪ অগস্ট কেউ আসবে। কিন্তু, এখনও পর্যন্ত কেউ আসেনি। কর্পোরেশন অফিস থেকে ফোন করা হয়েছিল কেউ এসেছিল কি না জানতে। এর থেকে বেশি আমার সঙ্গে আর কেউ যোগাযোগ করেননি।” সুজয়বাবুর দাবি, তিনি যে জায়গায় থাকেন সেখানকার রাস্তা অনেক নীচু। সে কারণে একবার বৃষ্টি হলে সহজে জল নামতে চায় না। সমস্যার কথা জানিয়ে তিনি একাধিকবার কর্পোরেশনের দ্বারস্থ হয়েছেন। কিন্তু, কোনও সুরাহা হয়নি। 

তাঁর কথা শুনে মেয়র বলেন, ও আচ্ছা আপনার রাস্তাটা নিচু। সূত্রের খবর, এরপরই গোটা কাজের গোটা প্রক্রিয়া নিয়ে বিস্ময় প্রকাশ করেন তিনি। বলেন, আমি নিজেই অবাক হয়ে যাই। কী বলব বলুন। তাঁর কথা শুনে সুজয়বাবু ফের একবার জানান, তাঁকে ফোন করা হয়েছিল সমস্যার বিষয়ে জানতে, লোক এসেছিল কি না তাও জিজ্ঞেস করা হয়েছিল। কিন্তু, শেষ পর্যন্ত কেউ আসেননি। এ কথা শুনেই ক্ষোভে ফেটে পড়েন ফিরহাদ। বলেন, “এইটাই তো সরকারি সিস্টেমে খারাপ। ফুটবলটাকে নিয়ে খালি পাস করে দেওয়ার ধান্দা। এ ওকে পাস করছে, ও তাকে পাস করছে। আসলে গোলে বলই গেল না। গোল হলে তো কাজটা হবে। এখানে শুধু পাসের খেলা হচ্ছে।”