AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Metro: কোনও মেট্রো বাতিল নয়, পরিষেবা সম্পূর্ণ নিরাপদ, গুজব উড়িয়ে দাবি মেট্রো কর্তৃপক্ষের

Kolkata Metro: মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, ওই জায়গায় পিলারগুলি সবদিক থেকে ভীষণভাবে নিরাপদ রয়েছে। নিয়মিতভাবে ওই জায়গায় মেট্রোর তরফে রক্ষণাবেক্ষণের কাজও চালানো হচ্ছে।

Kolkata Metro: কোনও মেট্রো বাতিল নয়, পরিষেবা সম্পূর্ণ নিরাপদ, গুজব উড়িয়ে দাবি মেট্রো কর্তৃপক্ষের
কলকাতা মেট্রো
| Edited By: | Updated on: May 01, 2023 | 6:22 PM
Share

কলকাতা: কলকাতা মেট্রোর (Kolkata Metro) পরিষেবা নিয়ে সম্প্রতি কিছু সংবাদমাধ্যমে একটি খবর ছড়িয়ে পড়েছিল। বলা হচ্ছিল, মহানায়ক উত্তম কুমার (Mahanayak Uttam Kumar) এবং কবি সুভাষ (Kavi Subhas) মেট্রো স্টেশনের মাঝে কিছু পিলারে বিপজ্জনক অবস্থায় রয়েছে এবং সেই কারণে মেট্রো পরিষেবা ব্যাহত হচ্ছে। এইসব খবর ছড়িয়ে পড়তেই এবার আসরে নামল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। মেট্রোর তরফে জানানো হল এমন কোনও ঘটনাই নয়, যে খবর ছড়িয়ে পড়েছে তা সম্পূর্ণ ভুয়ো। কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, ওই জায়গায় পিলারগুলি সবদিক থেকে ভীষণভাবে নিরাপদ রয়েছে। নিয়মিতভাবে ওই জায়গায় মেট্রোর তরফে রক্ষণাবেক্ষণের কাজও চালানো হচ্ছে।

কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিকের তরফে আরও জানানো হয়েছে, মেট্রোর স্বাভাবিক পরিষেবার উপর কোনও প্রভাব পড়ছে না এবং নির্ধারিত সূচি মেনেই মেট্রো পরিষেবা চালানো হচ্ছে। কোনও মেট্রো বাতিল করা হয়নি।

কোশিক সেন আরও জানিয়েছেন, ‘সম্প্রতি কিছু সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় একটি খবর দেখা গিয়েছে। টালিগঞ্জ থেকে কবি সুভাষ এবং আরও বিশেষ করে গীতাঞ্জলির ভায়াডাক্টে যে পিলারগুলি রয়েছে, তাতে নাকি ফাটল দেখা গিয়েছে। এটি সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর ও অসত্য খবর। এমন কোনও ঘটনা ঘটেনি। গতির ক্ষেত্রে যে নিয়ন্ত্রণ আনা হয়েছে, তা রক্ষণাবেক্ষণের কাজের জন্য। এই নিয়ে কোনওরকম চিন্তিত হওয়ার কোনও কারণ নেই।’ যেসব খবর ছড়িয়েছে, তা সম্পূর্ণ গুজব বলে উড়িয়ে দিয়েছেন তিনি। মেট্রোযাত্রীদের আশ্বস্ত করে তিনি জানিয়েছেন, ‘যাত্রীরা মেট্রোয় চলাচলের সময় সম্পূর্ণ নিরাপদে থাকবেন। আমাদের রক্ষণাবেক্ষণের কাজ চলছে, যা সব জায়গাতেই চলে। মেট্রোর স্বাভাবিক পরিষেবা চালু রয়েছে।’ উ

উল্লেখ্য, কলকাতা মেট্রো পরিষেবা হল শহরের একপ্রকার লাইফ লাইন। ব্যস্ত শহরের যানজট এড়িয়ে খুব কম সময়ে একপ্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যাওয়ার ক্ষেত্রে মানুষের প্রথম পছন্দ কলকাতা মেট্রো। সেক্ষেত্রে এমন গুজব ছড়িয়ে পড়ায় চিন্তায় পড়েছিলেন শহর ও শহরতলির বাসিন্দারা। তবে এবার তাঁদের দুশ্চিন্তা দূর করল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।