Kolkata Metro: অফিস ছুটির টাইমে বিঘ্নিত মেট্রো পরিষেবা, পেরোতে পারবেন না যতীন দাস পার্ক

Aritra Ghosh | Edited By: Soumya Saha

Feb 13, 2024 | 7:16 PM

Kolkata Metro: আপাতত ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত এবং মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে কবি সুভাষ পর্যন্ত চলাচল করছে মেট্রো রেল। অফিস ছুটির এই সময়ে মেট্রোয় যাত্রীদের ভিড় থাকে প্রচুর। মঙ্গলবার সন্ধেয় যতীন দাস পার্কে এই বিপত্তির জেরে মেট্রো পরিষেবা আংশিক বিঘ্নিত হওয়ায় সমস্যায় পড়েছেন অনেক যাত্রীই।

Kolkata Metro: অফিস ছুটির টাইমে বিঘ্নিত মেট্রো পরিষেবা, পেরোতে পারবেন না যতীন দাস পার্ক
সাময়িক বিঘ্নিত মেট্রো পরিষেবা
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কলকাতা: ভরসন্ধেয় মেট্রো আত্মহত্যার চেষ্টা। যার জেরে সাময়িকভাবে বিঘ্নিত হয়েছে মেট্রো রেল পরিষেবা। জানা যাচ্ছে, মঙ্গলবার সন্ধে ৬টার কিছু পরেই যতীনদাস পার্ক মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা করেন এক যাত্রী। ঝাঁপ দেন মেট্রোর ডাউন লাইনে। সন্ধেবেলা অফিস ছুটির সময়ে এই অঘটনের জেরে সমস্যায় পড়েছেন মেট্রো যাত্রীরা। আপাতত ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত এবং মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে কবি সুভাষ পর্যন্ত চলাচল করছে মেট্রো রেল। অফিস ছুটির এই সময়ে মেট্রোয় যাত্রীদের ভিড় থাকে প্রচুর। মঙ্গলবার সন্ধেয় যতীন দাস পার্কে এই বিপত্তির জেরে মেট্রো পরিষেবা আংশিক বিঘ্নিত হওয়ায় সমস্যায় পড়েছেন অনেক যাত্রীই।

কলকাতা শহরের যানজট এড়িয়ে খুব কম সময়ে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যেতে একটি বড়় অংশের মানুষের প্রথম পছন্দ মেট্রো পরিষেবাই। এককথায় ব্যস্ত শহরের লাইফলাইন হল মেট্রো। প্রতিদিন প্রচুর মানুষ নিজেদের কর্মক্ষেত্রে যাওয়ার জন্য মেট্রো ব্যবহার করেন। শুধু কলকাতা শহরই নয়, শহরতলি এমনকী মফঃস্বলের থেকেও বহু মানুষ নিত্যদিন মেট্রো পরিষেবা ব্যবহার করেন। আজ আচমকা এই বিপত্তির জেরে সমস্যায় পড়েছেন অনেকেই। অনেকেই মাঝপথে মেট্রো ছেড়ে বাস রুটে ফিরতে হচ্ছে।

তবে এই প্রথম নয়, এর আগেও বিভিন্ন সময়ে মেট্রোর লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। গত বছরের ডিসেম্বরেই রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়েছিলেন এক ব্যক্তি। সেই ঘটনাতেও সাময়িকভাবে বিঘ্নিত হয়েছিল মেট্রো পরিষেবা। আর এবার ফের একবার মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা এক ব্যক্তির।

Next Article