Kolkata Metro: শনিবার মেট্রোয় অনেক কাটছাঁট, শেষ মেট্রো কখন? জেনে নিন সব খুঁটিনাটি

Aritra Ghosh | Edited By: Soumya Saha

Oct 26, 2023 | 7:29 PM

Kolkata Metro: আগামী শনিবার মেট্রো পরিষেবায় অনেকটা কাটছাঁট করা হচ্ছে। ওই দিন লক্ষ্মীপুজো রয়েছে। দুর্গাপুজোর দিনগুলিতে টানা অতিরিক্ত পরিষেবা চালিয়ে যাওয়ার পর, লক্ষ্মীপুজোয় দক্ষিণেশ্বের-কবিসুভাষ লাইনে ২৩৪টি পরিষেবার বদলে ১৮৮টি মেট্রো চালানো হবে কলকাতা মেট্রোর তরফে।

Kolkata Metro: শনিবার মেট্রোয় অনেক কাটছাঁট, শেষ মেট্রো কখন? জেনে নিন সব খুঁটিনাটি
কলকাতা মেট্রো
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: দুর্গাপুজোর মরশুমে প্রচুর অতিরিক্ত পরিষেবা চালিয়েছে কলকাতা মেট্রো (Kolkata Metro)। যাত্রীদের ভিড় উপচে পড়ছে মেট্রোর কামরাগুলিতে। পুজোর পঞ্চমী থেকে দশমী পর্যন্ত ৬ কোটি টাকারও বেশি আয় হয়েছে কলকাতা মেট্রোর। তবে আগামী শনিবার মেট্রো পরিষেবায় অনেকটা কাটছাঁট করা হচ্ছে। ওই দিন লক্ষ্মীপুজো (Laxmi Puja) রয়েছে। দুর্গাপুজোর দিনগুলিতে টানা অতিরিক্ত পরিষেবা চালিয়ে যাওয়ার পর, লক্ষ্মীপুজোয় দক্ষিণেশ্বের-কবিসুভাষ লাইনে ২৩৪টি পরিষেবার বদলে ১৮৮টি মেট্রো চালানো হবে কলকাতা মেট্রোর তরফে।

এই ১৮৮টি মেট্রোর মধ্যে ৯৪টি ছুটবে আপ লাইনে এবং ৯৪টি ছুটবে ডাউন লাইনে। ১৮৮টি মেট্রোর মধ্যে দক্ষিণেশ্বর পর্যন্ত যাতায়াত করবে ১৬৪টি মেট্রো। যদিও প্রথম মেট্রো ও শেষ মেট্রো পরিষেবার সময়সূচিতে কোনও পরিবর্তন আনা হচ্ছে না। অন্যান্য স্বাভাবিক দিনে যেমন সময়ে দক্ষিণেশ্বর, দমদম ও কবিসুভাষ থেকে প্রথম মেট্রো ও শেষ মেট্রো ছাড়ে, তেমনভাবেই ছাড়বে এই মেট্রোগুলি। প্রথম মেট্রো ও শেষ মেট্রোর সময়সূচি অপরিবর্তিতই থাকছে।

তবে পরিষেবা কম থাকার কারণে মাঝের সময়ে দু’টি মেট্রোর মাঝে সময়ের ব্যবধান অন্যান্য দিনগুলির তুলনায় কিছুটা বেশি থাকতে পারে। সেক্ষেত্রে আপনার যদি মেট্রোয় চেপে কোথাও যাওয়ার পরিকল্পনা থাকে এই শনিবার, তাহলে আগেভাগে হাতে কিছুটা অতিরিক্ত সময় নিয়ে রওনা দিন। নাহলে, সমস্যায় পড়তে হতে পারে। যদিও ইস্ট-ওয়েস্ট মেট্রো লাইনে পরিষেবা অপরিবর্তিতই থাকছে লক্ষ্মী পুজোর দিন।

উল্লেখ্য, এর আগে দুর্গাপুজোর সময় যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে প্রচুর অতিরিক্ত মেট্রো চালানো হয়েছিল। এমনকী গভীর রাতেও মেট্রো পরিষেবা পাওয়া গিয়েছে। ভিড়ও হয়েছিল প্রচুর। মেট্রোর কামরা থেকে শুরু করে স্টেশনে সর্বত্র ভিড়ে ভিড়াক্কার অবস্থা ছিল।

Next Article