AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dengue Awareness: ডেঙ্গি মোকাবিলায় গুরুত্বপূর্ণ বৈঠক কলকাতা পুরনিগমের, নেওয়া হয়েছে একগুচ্ছ সিদ্ধান্ত

Dengue: মূলত কলকাতা পুরনিগম এলাকার ৮ নম্বর বোরোর ৮২ নম্বর ও ৮৩ নম্বর ওয়ার্ড সহ বিভিন্ন এলাকায় যেভাবে ডেঙ্গির প্রকোপ বেড়েছে, তা নিয়ে বেশ চিন্তায় রয়েছেন মেয়র ফিরহাদ হাকিম।

Dengue Awareness: ডেঙ্গি মোকাবিলায় গুরুত্বপূর্ণ বৈঠক কলকাতা পুরনিগমের, নেওয়া হয়েছে একগুচ্ছ সিদ্ধান্ত
চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গি
| Edited By: | Updated on: Aug 22, 2022 | 8:00 PM
Share

কলকাতা : বর্ষার মরশুমে মশাবাহিত রোগ ডেঙ্গির প্রকোপ বাড়ার একটি প্রবল সম্ভাবনা তৈরি হয়। আর এই পরিস্থিতি নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন কলকাতা পুরনিগমও। সোমবার কলকাতা পুরনিগমের ডেঙ্গি নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছিল। কলকাতা পুরনিগমের ডেপুটি মেয়র তথা পুরনিগমের স্বাস্থ্য বিষয়ক দায়িত্বপ্রাপ্ত অতীন ঘোষের নেতৃত্বে এই বৈঠক হয়। বৈঠক থেকে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত কলকাতা পুরনিগম এলাকার ৮ নম্বর বোরোর ৮২ নম্বর ও ৮৩ নম্বর ওয়ার্ড সহ বিভিন্ন এলাকায় যেভাবে ডেঙ্গির প্রকোপ বেড়েছে, তা নিয়ে বেশ চিন্তায় রয়েছেন মেয়র ফিরহাদ হাকিম।

ডেঙ্গি মোকাবিলায় যে সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে –

  • যে এলাকাগুলিতে ডেঙ্গির প্রকোপ বাড়ছে, সেই সব জায়গায় প্রতিদিন যাবেন কলকাতা পুরনিগম এলাকার স্বাস্থ্যকর্মীরা। ওই এলাকার প্রতিটি বাড়ি বাড়ি ঘুরে খোঁজখবর নেবেন স্বাস্থ্যকর্মীরা। কারও বাড়িতে পরিবারের কোনও সদস্যের জ্বর বা ডেঙ্গির কোনও উপসর্গ রয়েছে কি না, সেই সব বিষয়ের উপর নজর রাখবেন এই স্বাস্থ্যকর্মীরা।
  • যদি কারও শরীরে ডেঙ্গির কোনওরকম উপসর্গ দেখা যায়, তাহলে তড়িঘড়ি তাঁর রক্ত পরীক্ষার ব্যবস্থা করা হবে। সেই সঙ্গে অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা দেওয়ারও ব্যবস্থা করা হবে।
  • এর পাশাপাশি কলকাতা পুরনিগম এলাকায় সমস্ত নাগরিকদের ডেঙ্গি প্রসঙ্গে সচেতন করা হবে। প্রতিটি বাড়ি এবং বাড়ির আশপাশের এলাকা যাতে পরিষ্কার – পরিচ্ছন্ন থাকে, তার জন্য নাগরিকদের পরামর্শ দেওয়া হবে।
  • বিভিন্ন ক্ষেত্রে বাড়িতে টবের মধ্যে গাছ বসানো থাকে। সে ক্ষেত্রে টবগুলিতে জল জমে সেখানে মশার লার্ভা জন্ম নিতে পারে। এই টবগুলিকে যদি জল জমে থাকে, তবে তা দ্রুত ফেলে দেওয়ার পরামর্শ দেওয়া হবে নাগরিকদের।
  • এর পাশাপাশি এলাকার কোথাও জমে থাকা বর্জ্য পদার্থ সময় মতো পরিষ্কার না হলে কিংবা যদি স্বাস্থ্য বিভাগহের কর্মীরা ঠিকমতো দায়িত্ব পালন না করেন,  সেক্ষেত্রে তাঁদের বিরুদ্ধেও প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। সোমবার একথা জানিয়েছেন ডেপুটি মেয়র অতীন ঘোষ।