Abhishek Banerjee: কোনওরকম অন্যায়ে দলকে পাশে পাবেন না, সাংগঠনিক বৈঠকে কড়া বার্তা অভিষেকের : সূত্র
Trinamool: পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার সঙ্গে সঙ্গে নাম উঠে এসেছিল পিংলার। যেখানে পার্থর প্রয়াত স্ত্রীর নামে একটি স্কুল রয়েছে। যা ঘিরে প্রশ্ন ওঠে।
পশ্চিম মেদিনীপুর জেলার সাংগঠনিক দায়িত্বে ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির পর এদিন সেই জেলার বৈঠক হয়। সেখানে অভিষেকের স্পষ্ট বার্তা, দুর্নীতির বিরুদ্ধে কোনওরকম আপোসের পথে দল হাঁটবে না। সূত্রের খবর, জেলার সমস্ত ব্লকের জন্য নাম চাওয়া হয়েছে। ব্লক স্তরে বেশ কিছু সাংগঠনিক রদবদলও হতে চলেছে। সাত দিনের মধ্যে ব্লক কমিটি ঘোষণা করা হবে বলেও সূত্রের দাবি। পার্থর দায়িত্বে থাকা জেলা নিয়ে বৈঠক হলেও এদিন একটিবারও বৈঠকে নাম ওঠেনি তাঁর।
পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার সঙ্গে সঙ্গে নাম উঠে এসেছিল পিংলার। যেখানে পার্থর প্রয়াত স্ত্রীর নামে একটি স্কুল রয়েছে। যা ঘিরে প্রশ্ন ওঠে। শোনা যাচ্ছে, ঘাটাল তৃণমূল সাংগঠনিক জেলার সঙ্গে এদিন অভিষেক যে বৈঠক করেছেন, সেই বৈঠক থেকে ব্লকে বদলের সম্ভাবনার কথাও উঠে এসেছে। পার্থ চট্টোপাধ্যায়কে ইতিমধ্যেই সাসপেন্ড করেছে দল। এমনও হতে পারে বিভিন্ন ব্লকে সভাপতি বদল হতে পারে।
সূত্রের খবর, একইসঙ্গে এদিনের বৈঠকে অভিষেক স্পষ্ট করে দেন, ঐক্যবদ্ধ হয়ে মানুষের মন জয় করতে হবে। কোনওরকম দলাদলি, দুর্নীতি চলবে না। মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করতে হবে। একইসঙ্গে রাজ্য সরকারের যে জনমুখী প্রকল্পগুলি আছে, তা নিয়েও আরও বেশি করে মানুষের মধ্যে প্রচারের কথাও বলেন তিনি।