Kolkata: বাড়ি ভাঙতে গিয়ে ভয়ে পালালেন পুরসভার কর্মীরা, সিপিএম খোঁচা দিতেই মেয়র দেখালেন থানা
Kolkata: কলকাতা পৌরসভার সূত্র জানা গিয়েছে, ১৩৮ নম্বর ওয়ার্ডে একটি একতলার বাড়ির বেশ অনেকটা অংশ বেআইনিভাবে তৈরি করা হয়েছিল। সেই বেআইনি অংশ ভাঙতে এদিন বিকেলে সেখানে যান কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের কর্মীরা। তখনই ঘটে এই ঘটনা।
কলকাতা: মেটিয়াবুরুজে বাড়ি ভাঙতে গিয়ে আক্রান্ত কলকাতা পুরসভার কর্মীরা। সূত্রের খবর, এদিন একটি ৮ ছটাক জমিতে থাকা বাড়ির বর্ধিত অংশ ভাঙতে যান পুরসভার কর্মীরা। আর তখনই এলাকার লোকজনদের সঙ্গে বচসা শুরু হয়ে যায়। কেউ কেউ তাঁদের মারতেও এগিয়ে যান। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনাও তৈরি হয় এলাকায়।
কলকাতা পৌরসভার সূত্র জানা গিয়েছে, ১৩৮ নম্বর ওয়ার্ডে একটি একতলার বাড়ির বেশ অনেকটা অংশ বেআইনিভাবে তৈরি করা হয়েছিল। সেই বেআইনি অংশ ভাঙতে এদিন বিকেলে সেখানে যান কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের কর্মীরা। সঙ্গে ছিলেন ১৫ নম্বর বরোর কর্মীরাও। ভাঙার কাজ শুরু করতে যাওয়ার সময় এলাকার লোকজন পুরসভার কর্মীদের ঘেরাও করে এবং ধাক্কাধাক্কি শুরু করে। রীতিমতো মারমুখী হয়ে ওঠেন কয়েকজন। ভয় পেয়ে কাজ ছেড়ে পালিয়ে যায় পৌরসভার কর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকার রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর।
ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে সিপিএম। তিনি বলছেন, “বারবার করে পুরো কর্মীরা কেন আক্রান্ত হচ্ছে? কেন পুলিশকে যতবযুক্ত ব্যবস্থা নিতে বলা হচ্ছে না? এই সব বিষয় নিয়ে আমরা মেয়রকে বলেছি। মেয়র যদি সক্রিয় ভূমিকা গ্রহণ করে তাহলে এইসব ঘটনা ঘটবে না।” এলাকার (১৩৮ নম্বর ওয়ার্ড) তৃণমূল কাউন্সিলর ফরিদা পারভিন বলছেন, “আমার ছেলে অসুস্থ। আমি বিকেলে ফিরে গোটা বিষয়টি জানতে পারি। আইনি হোক বা বেআইনি যেটা সঠিক হবে সেই হিসেবে কলকাতা পৌরসভা ব্যবস্থা নেবে। আইন কেউ নিজের হাতে তুলে নিতে পারে না।” মেয়র যদিও বলছেন থানায় অভিযোগ করার কথা। তারপরই নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা।