Kolkata Police: দিল্লিতে কুকীর্তি ঘটিয়ে লুকোতে এসেছিল কলকাতায়, ধরে ফেলল পুলিশ

Aritra Ghosh | Edited By: Soumya Saha

May 13, 2024 | 7:26 PM

Kolkata Police: কলকাতায় আসার পরও সঙ্গে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল মোহিত। রবিবার যখন পুলিশ অভিযুক্তকে পাকড়াও করে, তখন তার থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্রও। মোহিত গালওয়াতকে তল্লাশি চালিয়ে একটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ

Kolkata Police: দিল্লিতে কুকীর্তি ঘটিয়ে লুকোতে এসেছিল কলকাতায়, ধরে ফেলল পুলিশ
পালিয়ে এসেও শেষ রক্ষা হল না, ধরা পড়ল অভিযুক্ত
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: দিল্লির সুপারমার্কেটে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত এবার ধরা পড়ল কলকাতা থেকে। গোপন সূত্র মারফত কলকাতা পুলিশের কাছে আগেভাগেই খবর ছিল এই কুখ্যাত দুষ্কৃতীর বিষয়ে। রবিবার রাতে পুলিশের কাছে সেই তথ্য আসে। সেই মতো প্রস্তুত ছিল কলকাতা পুলিশের টিমও। কলকাতা পুলিশের এক বিশেষ অভিযানে গতকাল পাকড়াও করা হয় ওই অভিযুক্তকে। ধৃতের নাম মোহিত গালওয়াত। কুখ্যাত এই দুষ্কৃতীর বাড়ি হরিয়ানার সোনিপত এলাকায়। গতকাল বিশেষ অভিযানে কলকাতার বাবুঘাট থেকে গ্রেফতার করা হয় ওই দুষ্কৃতীকে।

কলকাতায় আসার পরও সঙ্গে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল মোহিত। রবিবার যখন পুলিশ অভিযুক্তকে পাকড়াও করে, তখন তার থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্রও। মোহিত গালওয়াতকে তল্লাশি চালিয়ে একটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে পাঁচটি তাজা কার্তুজও। তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্রের সন্ধান মিলতেই সঙ্গে সঙ্গে তাদের গ্রেফতার করা হয়। দিল্লির তিলক নগর এলাকায় এক সুপার মার্কেটে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত এই যুবক। দিল্লি পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছিল বিগত বেশ কয়েকদিন ধরে।

গতরাতেই কলকাতা পুলিশের কাছে খবর আসে, দিল্লির সুপারমার্কেটে গুলিকাণ্ডের এই অভিযুক্ত কলকাতায় এসে পৌঁছেছে। সেই মতো অভিযান চালাতেই আসে সাফল্য। ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনের যথাযথ ধারায় মামলা রুজু করেছে কলকাতা পুলিশ। মোহিতের গ্রেফতারির পর দিল্লি পুলিশের অফিসারদের একটি দলও কলকাতায় এসে পৌঁছেছে বলে জানা যাচ্ছে। গত ৬ মে দিল্লির তিলকনগর থানায় এই অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু হয়েছিল।

 

Next Article