কলকাতা: সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় এখন মিমের ছড়াছড়ি। বিভিন্ন বিষয় নিয়ে বিদ্রূপাত্মক ছবি বা ভিডিয়ো বানানোর ঘটনা নতুন নয়। আর ভোট আসতেই রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা সেই মিমের বিষয় হয়ে উঠেছেন। সেই মিম নিয়েই এবার তৎপর হল কলকাতা পুলিশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তৈরি করা মিম-এর পিছনে কে? জানতে চাইল কলকাতা পুলিশ। সোমবার এক্স মাধ্যমে পোস্ট করা হয়েছে ওই টুইটার হ্যান্ডেলটির নাম।
Kolkata Police is giving notices just for posting memes on Mamata Banerjee
Those who say there is no democracy under BJP government in India they should sometimes visit West Bengal
So much Freedom of Speech in Bengal !! pic.twitter.com/2UnGjlnHzZ
— Spitting Facts (Modi Ka Parivar) (@SoldierSaffron7) May 6, 2024