অক্সিজেন সরবরাহে বিশেষ করিডর কলকাতা পুলিশের, দেওয়া হল হেল্পলাইন নম্বর

Apr 24, 2021 | 1:47 PM

শুক্রবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) রাজ্যগুলির কাছে আবেদন জানান, কোথাও যেন কোনও অক্সিজেন কনটেনার রাস্তায় আটকে না পড়ে

অক্সিজেন সরবরাহে বিশেষ করিডর কলকাতা পুলিশের, দেওয়া হল হেল্পলাইন নম্বর
ফাইল চিত্র।

Follow Us

কলকাতা: কলকাতায় (Kolkata Police) অক্সিজেন সরবরাহে বিশেষ করিডর। শহরে অক্সিজেন সরবরাহ করতে যাতে কোনও অসুবিধা না হয় সে কারণেই এই বিশেষ করিডরের ব্যবস্থা করল কলকাতা পুলিশ। সব হাসপাতাল ও অক্সিজেন সরবরাহকারী সংস্থাকে কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করতে হেল্প লাইন নম্বর দিয়ে টুইট করা হয়েছে লালবাজারের তরফে।

টুইটে বলা হয়েছে, সরকারি ও বেসরকারি হাসপাতালের পাশাপাশি বিভিন্ন অক্সিজেন সরবরাহকারী সংস্থা তাদের  অক্সিজেন ট্যাঙ্কার বা সিলিন্ডার নিয়ে যাওয়ার আগে যদি কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করে তাহলে এই সেফ করিডরের ব্যবস্থা করা হবে।

প্রসঙ্গত, শুক্রবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যগুলির কাছে আবেদন জানান, কোথাও যেন কোনও অক্সিজেন কনটেনার রাস্তায় আটকে না পড়ে। অক্সিজেন সরবরাহে যেন কোনও সমস্যা না হয়। অন্যদিকে অক্সিজেনের গাড়িকে প্রয়োজনীয় নিরাপত্তা দিতে বিভিন্ন রাজ্যকে আর্জি জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লাও। নির্দিষ্ট গন্তব্যে দ্রুত অক্সিজেন পৌঁছতে চাই বিশেষ করিডর। তারও ব্যবস্থার আর্জি জানানো হয় চিঠিতে। এরপরই শনিবার বিশেষ উদ্যোগ নিতে দেখা গেল লালবাজারকে।

Next Article