Kolkata Police Video: জামাল কুডু গানেই সতর্ক করল কলকাতা পুলিশ

Aritra Ghosh | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 11, 2023 | 5:00 PM

Jamal Kudu Song: এক কথায় এই সিনেমায় অভিনেতা ববি দেওলের এই 'এন্ট্রি সং' এখন কাঁপাচ্ছে বাজার। এবার এই গানকেই জন সংযোগের হাতিয়ার করল কলকাতা পুলিশ। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় যে বিপদ ডেকে আনতে পারে তা বোঝাতে কলকাতা পুলিশের এই প্রচার করছে।

Kolkata Police Video: জামাল কুডু গানেই সতর্ক করল কলকাতা পুলিশ
কলকাতা পুলিশ
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: বলিউড সিনেমা অ্যনিমেলের জামাল কুডু গান এখন সুপারহিট। ফেসবুকের নিউজ ফিড স্ক্রোল করলেই এখন এই গাজ বাজছে। কেউ-কেউ তো আবার ফোনের রিং টোনেও এই জামাল কুডু সেট করেছেন। এক কথায় এই সিনেমায় অভিনেতা ববি দেওলের এই ‘এন্ট্রি সং’ এখন কাঁপাচ্ছে বাজার। এবার এই গানকেই জন সংযোগের হাতিয়ার করল কলকাতা পুলিশ। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় যে বিপদ ডেকে আনতে পারে তা বোঝাতে কলকাতা পুলিশের এই প্রচার করছে।

হামেশাই দেখা যায় মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে হয় দুর্ঘটনার শিকার হতে হয়েছে নতুবা কাউকে পিষে দিয়ে গরাদের পিছনে যেতে হয়েছে। বারংবার এ বিষয়ে সচেতন করেছে কলকাতা পুলিশ। মদ্যপ হয়ে গাড়ি চালানো যে কতটা বিপদ ডেকে আনতে পারে একাধিকবার সেই সচেতনতা বার্তাও দিয়েছেন পুলিশ আধিকারিকরা। তবুও একাংশ শহরবাসীর কানে যেন সে কথা পৌঁছয়ই না। ফলত, ধরপাকড় চলতেই থাকে। ব্রিথালাইজার দিয়ে টেস্টেও করেন পুলিশ আধিকারিকরা।

কিন্তু এত সবের পরও শহরবাসীকে এই বিষয়ে সচেতন বার্তা পৌঁছে দিয়েছে কলকাতা পুলিশ। সোমবার নিজেদের সামাজিক মাধ্যমে একটি ভিডিয়ো প্রকাশ করেছে তারা। ফেসবুকে সেই ভিডিয়োটির ক্যাপসনে লেখা ‘গানের ছন্দে চলুক গাড়ি,অন্য নেশায় বিপদ ভারী’ অর্থাৎ গান শুনতে শুনতে গাড়ি চালান। কিন্তু নেশা করে নয়। ভিডিয়োর ব্যাকগ্রাউন্ডে বাজছে জনপ্রিয় জামাল কুডু গান। কলকাতা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, “শুধু নেশা করুন, কিন্তু গাড়ি চালাবেন না।”, কেউ বলেছেন, “এক্সিলেন্ট।”

 

Next Article