Kolkata Police: চিনে নিন, এরাই হামলা করেছে RG Kar-এ! দুষ্কৃতীদের সন্ধান চাইল পুলিশ

Susovan Bhattacharya | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Aug 15, 2024 | 1:05 PM

RG Kar Hospital: হামলায় জড়িত সন্দেহভাজন নয়জনকে আটক করেছে পুলিশ। বেআইনি জমায়েতের ধারা রুজু করে ধরপাকর করা হচ্ছে। এবার অভিযুক্তদের ছবি পোস্ট করে তাদের সন্ধান চাইল পুলিশ। 

Kolkata Police: চিনে নিন, এরাই হামলা করেছে RG Kar-এ! দুষ্কৃতীদের সন্ধান চাইল পুলিশ
হামলাকারীদের চিহ্নিত করল পুলিশ।
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: আরজি কর কাণ্ডে এবার কলকাতা পুলিশের বড় পদক্ষেপ। বুধবার রাতে আরজি কর হাসপাতালে হামলা চালায় কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। জোর করে ব্যারিকেড ভেঙে, হাসপাতালে ঢুকে পড়ে দুষ্কৃতীরা। ভাঙচুর চালায় হাসপাতালের ভিতরে, এমার্জেন্সি বিল্ডিংয়ে। এই হামলা ও ভাঙচুরের ঘটনায় এবার অভিযুক্তদের ছবি প্রকাশ করল কলকাতা পুলিশ। অভিযুক্তদের সন্ধান চেয়ে পোস্ট করেছে পুলিশ।

তিলোত্তমা কাণ্ডে সুবিচারের দাবিতেই ১৪ অগস্ট, বুধবার রাতে পথে নামেন রাজ্যের মানুষ। হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গায় জমায়েত করেন। প্রতিবাদে পথে নেমেছিলেন চিকিৎসকরাও। আর জি কর হাসপাতালের সামনেও জমায়েত হয়েছিল। হঠাৎই রাত সাড়ে ১২টা নাগাদ আন্দোলনের মাঝেই হঠাৎ অশান্তি শুরু হয়। আন্দোলনকারীর বেশে দুষ্কৃতীরা ব্যারিকেড ভেঙে হাসপাতালের ভিতরে ঢুকে পড়ে। এমার্জেন্সি বিল্ডিংয়ে ঢুকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তলায় ভাঙচুর করা হয়। এমনকী, সেমিনার হলেও হামলা চালানোর চেষ্টা করে দুষ্কৃতীরা।

এরপরই সকালে জানা যায়, হামলায় জড়িত সন্দেহভাজন নয়জনকে আটক করেছে পুলিশ। বেআইনি জমায়েতের ধারা রুজু করে ধরপাকর করা হচ্ছে। এবার অভিযুক্তদের ছবি পোস্ট করে তাদের সন্ধান চাইল পুলিশ।

কলকাতা পুলিশের ফেসবুক পোস্টে লেখা হয়েছে, “সন্ধান চাই: নীচের ছবিতে যাদের চেহারা চিহ্নিত করা হয়েছে তাদের সন্ধান জানা থাকলে অনুরোধ, জানান আমাদের, সরাসরি বা আপনার সংশ্লিষ্ট থানার মাধ্যমে।”

আনুমানিক কয়েক হাজার দুষ্কৃতী হামলা চালিয়েছিল গতকাল রাতে আরজি কর হাসপাতালে। তবে পুলিশের তরফে আপাতত ১০-১২ জনের ছবি প্রকাশ করে হামলাকারীদের সন্ধান চেয়েছে। এরা কারা, কোথা থেকে এসেছে বা পরিচয় সম্পর্কে যাবতীয় তথ্য জানতে চাওয়া হয়েছে।

গতকালের জমায়েতকে বেআইনি বলে ঘোষণা করেছে পুলিশ। গতকাল রাতে যে সমস্ত ভিডিয়ো ফুটেজ পুলিশের হাতে এসেছে, তা দেখে আরও হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

 

Next Article