Kolkata Police: সোমবার থেকেই ভাঙড়ে কলকাতা পুলিশ

Satyajit Mondal | Edited By: জয়দীপ দাস

Jan 07, 2024 | 6:44 AM

Kolkata Police: ভাঙড়ের ডিসি হচ্ছেন কলকাতা চতুর্থ ব্যাটেলিনায়ের ডিসি সৈকত ঘোষ। কিছু বছর আগে পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলনে উত্তাল হয়েছিল ভাঙড়। সেই সময় বারুইপুরের অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে দীর্ঘদিন ভাঙড়ে কাটিয়েছিলেন সৈকত বাবু।

Kolkata Police: সোমবার থেকেই ভাঙড়ে কলকাতা পুলিশ
কলকাতা পুলিশ।
Image Credit source: facebook

Follow Us

ভাঙড়: জল্পনা চলছিলই। শেষ পর্যন্ত সব জল্পনার অবসান ঘটিয়ে সোমবার থেকেই ভাঙড়ে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের নতুন ডিভিশন হচ্ছে ‘ভাঙড় ডিভিশন।‘ মোট ৮টি থানা ও একটি ট্র্যাফিক গার্ড নিয়ে এই ডিভিশন তৈরি হচ্ছে বলে খবর। একইসঙ্গে একটি মহিলা থানা ও সাইবার ক্রাইম থানাও তৈরি হবে ভাঙড়ে। ৮ জানুয়ারি সোমবার থেকে ভাঙড়ের ডিসি অফিস, ভাঙড় ট্র্যাফিক গার্ড ও কলকাতা পুলিশের অধীন নতুন চারটি থানার কাজকর্ম শুরু হবে বলে খবর। 

ভাঙড়, চন্দনেশ্বর, উত্তর কাশীপুর ও শ্যামনগর থানা চালু হবে। ওই সমস্ত থানায় কারা পোস্টিং পাবেন শনিবার তার তালিকা তৈরি করেছে লালবাজার। কাজকর্ম বুঝিয়ে দেওয়ার কাজও শেষ। ভাগ হয়ে গিয়েছে দায়িত্ব। 

ভাঙড়ের ডিসি হচ্ছেন কলকাতা চতুর্থ ব্যাটেলিনায়ের ডিসি সৈকত ঘোষ। কিছু বছর আগে পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলনে উত্তাল হয়েছিল ভাঙড়। সেই সময় বারুইপুরের অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে দীর্ঘদিন ভাঙড়ে কাটিয়েছিলেন সৈকত বাবু। পুলিশ সূত্রে খবর, নতুন ওসি হিসাবে ভাঙড় থানায় সুশান্ত মণ্ডল, উত্তর কাশীপুরে অমিতকুমার চট্টোপাধ্যায়, চন্দনেশ্বরের সুনীল দেবনাথ এবং পোলেরহাটের সরফরাজ আহমেদ দায়িত্বে থাকবেন। পরবর্তীতে পরিকাঠামো তৈরি হলে একে একে হাতিশালা, বিজয়গঞ্জ বাজার, মাধবপুর ও বোদরা থানা চালু হবে। এজন্য স্বরাষ্ট দপ্তর থেকে মোট ১৭৪৪ টি নতুন পদ তৈরি করা হয়েছে বলে জানা যাচ্ছে। 

Next Article