AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cyber Attacks in Kolkata: সাইবার হানাদারদের সফট টার্গেট কলকাতা? রিপোর্ট সামনে আসতেই আরও বাড়ছে উদ্বেগ

Cyber Attacks in Kolkata: রাজ্য হিসেবে শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র। সেখানে সাইবার হানার সংখ্যা ৯৩ মিলিয়নেরও বেশি। শহর হিসেবে কলকাতা তৃতীয় স্থানে রয়েছে। শীর্ষ রয়েছে পুনে। দ্বিতীয় স্থানে মুম্বই। ২০২১-এর এই হিসেব অনুসারে মুম্বই বা পুনে কলকাতা শহরের থেকে খুব বেশি এগিয়ে নেই।

Cyber Attacks in Kolkata: সাইবার হানাদারদের সফট টার্গেট কলকাতা? রিপোর্ট সামনে আসতেই আরও বাড়ছে উদ্বেগ
নয়া রিপোর্টে বাড়ছে উদ্বেগImage Credit: TV-9 Bangla
| Edited By: | Updated on: Sep 21, 2023 | 7:20 AM
Share

কলকাতা: আধার জালিয়াতি থেকে কৃত্রিম বুদ্ধিমত্তাকে হাতিয়ার করে ডিপফেপিং, ডিজিটাল অপহরণ, বিগত কয়েকমাসে সবই দেখা যাচ্ছে কলকাতায়। সোজা কথায়, সাইবার প্রতারণার ক্ষেত্রে ক্রমশই সফট টার্গেট হয়ে উঠছে এ রাজ্য, বিশেষ করে শহর কলকাতা। কুইক হিল টেকনোলজিস নামে একটি সাইবার নিরাপত্তা প্রদানকারী সংস্থার পরপর দু বছরের বার্ষিক রিপোর্টে দেখা যাচ্ছে, সাইবার প্রতারণার টার্গেট হিসেবে ভারতীয় শহরগুলোর মধ্যে প্রথম সারিতে রয়েছে কলকাতা। একইভাবে রাজ্যের নিরিখে প্রথম সারিতে রয়েছে পশ্চিমবঙ্গ।

ওই সংস্থার সমীক্ষা অনুসারে, ২০২১ সালে পশ্চিমবঙ্গে সাইবার হানাদাররা ৪০.৫ মিলিয়ন বার হানা দিয়েছে। এটি ডেস্কটপ ল্যাপটপ এবং অ্যান্ড্রয়েড মিলিয়ে এই হিসেবে। যতবার তারা হানা দিয়েছে তার কিছু শতাংশ ক্ষেত্রে তারা সফল হয়েছে বাকি অনেক ক্ষেত্রেই সফল হতে পারেনি। কিন্তু হানা দেওয়ার যে ট্রেন্ড বা প্রবণতা সেটা উদ্বিগ্ন করেছে সাইবার বিশেষজ্ঞ এবং সাইবার নিরাপত্তার সঙ্গে যুক্ত বিশেষজ্ঞদের। 

এই ৪০ দশমিক পাঁচ মিলিয়ন বার সাইবার হানার মধ্যে কলকাতার শহর হানাদারদের কবলে পড়েছে ৩০.৪ মিলিয়ন বার। সাইবার হানার টার্গেট হিসেবে ২০২১ সালে কলকাতা রয়েছে সারাদেশের বিভিন্ন মেট্রোপলিটন শহরের তালিকার মধ্যে তৃতীয় স্থানে। রাজ্যের নিরিখে পশ্চিমবঙ্গ রয়েছে চতুর্থ স্থানে।

রাজ্য হিসেবে শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র। সেখানে সাইবার হানার সংখ্যা ৯৩ মিলিয়নেরও বেশি। শহর হিসেবে কলকাতা তৃতীয় স্থানে রয়েছে। শীর্ষ রয়েছে পুনে। দ্বিতীয় স্থানে মুম্বই। ২০২১ এর এই হিসেব অনুসারে মুম্বই বা পুনে কলকাতা শহরের থেকে খুব বেশি এগিয়ে নেই। ২০২১ সালে এই সাইবার হানাদারদের ঝড় সামাল দিতে মাঠে নামে কেন্দ্রীয় সংস্থা CERT বা সাইবার এমার্জেন্সি রেসপন্স টিম। কিছুটা পরিস্থিতির সামাল দেওয়া সম্ভব হলেও সাইবার ঝড় কিন্তু থামেনি। 

২০২২ সালে ওই সংস্থারী করা সমীক্ষা অনুসারে আবার, সাইবার হানাদারদের টার্গেটের নিরিখে ভারতীয় মেট্রোপলিটন শহরের তালিকায় তৃতীয় থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে কলকাতা। কলকাতার আগে রয়েছে কেবল মুম্বই। সংস্থার বার্ষিক রিপোর্ট অনুসারে, ২০২২ সালে কলকাতার বাসিন্দাদের উপর ১৫.৩৪ মিলিয়ন বার সাইবার প্রতারকরা হানা দিয়েছে বা টার্গেট করেছে। মুম্বইয়ের ক্ষেত্রে সেই হানার সংখ্যা ১৬.৮৬ মিলিয়ন বার। এই তথ্যেই ক্রমশ বাড়ছে উদ্বেগ।