কলকাতা: বর্ষা হাজির হয়েছে দু’বঙ্গেই। এতদিন উত্তরবঙ্গে বৃষ্টি চললেও এবার বর্ষা ঢুকল দক্ষিণবঙ্গে। মঙ্গল ও বুধবার ৩ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুধু তাই নয়, আগামী দু’থেকে তিন দিনের মধ্যে দক্ষিণবঙ্গে যে সকল জায়গায় বর্ষা প্রবেশ করেনি সেখানেও বর্ষা প্রবেশ করবে বলে পূর্বাভাস মিলেছে।
আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। ২২ ও ২৩ তারিখ থেকে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। যার জেরে দুই থেকে তিন ডিগ্রি কমবে তাপমাত্রা।
তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে মিলবে কিছুটা স্বস্তি। এই ২২ ও ২৩ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ সেখানে কিছুটা কমবে। তবে আজ ও আগামিকাল (২১ জুন) উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি ও অতিভারী বৃষ্টি হতে পারে। তবে বেশি ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। ২৩ তারিখ মালদা ও দিনাজপুরে একটু বৃষ্টি বাড়বে।
বিগত কয়েকদিন ধরে যে ভাবে বাংলায় গরমের দাপট বেড়েছিল এতে রীতিমতো অসহ্য হয়ে উঠেছিলেন বঙ্গবাসী। সব থেকে বড় সমস্যার বিষয় হয়ে দাঁড়িয়েছিল, আর্দ্রতা। রাস্তায় বেরোলেই ঘামে ভিজে যাচ্ছে শরীর। রোদ চশমা আর ছাতা নিয়ে বেরলেও সুরাহা কিছুতেই মিলছিল না। কপাল থেকে ঘাম গড়িয়ে চোখে নাকে-মুখে। ফ্যানের নীচে দাঁড়িয়েও দরদরিয়ে ঘেমেছে মানুষ। তারপর এই বর্ষা কিছুটা হলেও রেহাই দেবে বলে মনে করছেন বঙ্গবাসী।