কলকাতা: রাজ্য সরকার নিয়োগের জট কাটানোর জন্য সর রকম চেষ্টা করছে, বৃহস্পতিবার ফের একবার একথা জানালেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। একইসঙ্গে অকপট স্বীকার করে নিলেন, ‘দুই-একটি ভুল বা অন্য়ায় তো হয়েছিল।’ তবে কুণাল ঘোষের বক্তব্য, বিরোধীরা আন্দোলনরত চাকরিপ্রার্থীদের কথা না ভেবে রাজনীতি করার উদ্দেশে, শুধুমাত্র ওই ভুলের অংশটুকু নিয়েই জট পাকানোর চেষ্টা করছে। আর এটা নিয়েই বেশ আপত্তি কুণাল ঘোষের। প্রসঙ্গত, আন্দোলনরত চাকরিপ্রার্থীদের সঙ্গে ইতিমধ্যেই বেশ কয়েক দফা বৈঠক করেছে রাজ্য সরকার। কিছুদিন আগেই ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক করতে গিয়েছিলেন চাকরিপ্রার্থীরা। সেই বৈঠকে উপস্থিত ছিলেন কুণাল ঘোষ নিজেও।
উল্লেখ্য, গতরাতেও চাকরিপ্রার্থীরা পৌঁছে গিয়েছিলেন কুণাল ঘোষের বাড়ির সামনে। তখন অবশ্য কুণাল ঘোষ বাড়িতে ছিলেন না। তবে জানা যাচ্ছে, ফোনে চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বলেছিলেন তিনি। এদিকে আবার আজ হাইকোর্টের বিচারপতি মান্থাও বলেছেন, রাজ্য সরকারের প্রতিনিধিরা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসা তারিফযোগ্য। বিচারপতির এদিনের মন্তব্য প্রসঙ্গেই প্রশ্ন করা হয়েছিল কুণালকে।
তৃণমূল মুখপাত্রের বক্তব্য, ‘এটি একটি জটিল আইনি জট। সেই জট খোলার আন্তরিক চেষ্টা চলছে। আদালত বা বিচারপতি যদি সরকারের সেই আন্তরিক চেষ্টাকে প্রশংসা করেন, তাহলে তিনি বাস্তবমুখী কথা বলেছেন। কারণ, সরকার সেই চেষ্টা করছে।’
একইসঙ্গে কুণাল ঘোষ আরও বলেন, ‘দুই-একটি ভুল বা অন্য়ায় তো হয়েছিল। সেটার তদন্ত ও দোষীদের শাস্তি একটি আলাদা বিষয়। কিন্তু বিরোধীরা রাজনীতির জন্য শুধু ওই অংশটা নিয়েই জট পাকাতে চাইছে। চাকরিপ্রার্থীদের কথা কেউ ভাবছে না। চাকরিপ্রার্থীদের কথা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু ভাবছেন। রাজ্য সরকার ভাবছে।’