কলকাতা: ক্রমাগত সুর চড়ছে। গত দুদিনে তৃণমূলের কুণাল ঘোষকে কেন্দ্র করে বঙ্গ রাজনীতির যে ঘটনাপ্রবাহ, অর্থাৎ একটি রক্তদান শিবিরে কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে কথা বলা, দলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ‘জনসংযোগ’ ইস্যুতে কটাক্ষ, দলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ খোয়ানো, ব্রাত্য-শান্তনুদের তাঁর পাশে দাঁড়ানো- তাতে তপ্ত কড়াইয়ে আবারও ঘৃতাহুতি। দলের অস্বস্তি বাড়িয়ে আবারও বিস্ফোরক কুণাল ঘোষ। কুণাল আবার মুখ খুললেন তৃণমূলের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিয়েও। তাতে দলের সঙ্গে কুণালের ‘দূরত্বে’র যোজন বাড়ল আরও কয়েক গুণ! শুক্রবার কুণাল বললেন, “আমি তো দলের কাছে অপদার্থ, অযোগ্য, দলবিরোধী, মুখপাত্রের শূন্যপদ আইপ্যাকের মতোই কোনও সংস্থাকে দেওয়া হোক।” কুণালের মন্তব্যে নতুন করে বিতর্ক তৈরি হল।শুক্রবার সকালে নিজের সামাজিক মাধ্যমে ঠিক এমনটাই পোস্ট করলেন সদ্য পদ খোয়ানো তৃণমূল নেতা কুণাল ঘোষ। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কুণাল আরও বলেন, “কুণাল ঘোষ তো দলের কাছে অপদার্থ। কুণাল ঘোষ দলের হয়ে শত্রুদের আক্রমণ করে না। সেই জায়গায় দাঁড়িয়ে যাঁরা দক্ষভাবে দল পরিচালনা করছে, সেক্ষেত্রে মুখপাত্র কিংবা সাধারণ সম্পাদকের শূন্যপদ তাদের দিলে আরও ভালভাবে কাজ করতে পারবে। কারণ আমরা ৩০-৩৫ টা সিট জিততে চলেছি। ঝড় চলছে বাংলায়।”
কুণালের সঙ্গে যে দলের টানাপোড়েন চলছে, সে খবর জেলে বসেও রেয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শুক্রবার নিয়োগ দুর্নীতি মামলায় আবারও পার্থ চট্টোপাধ্যায়কে আদালতে পেশ করা হয়। তার আগে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হন পার্থ। তখন কুণাল প্রসঙ্গে প্রশ্ন করতেই পার্থ বলেন, “বিরোধীদের তুলনায় কুণাল অনেক বেশি দলের ক্ষতি করেছে। অনেক আগেই কুণালের বিরুদ্ধে পদক্ষেপ করার দরকার ছিল দলের। ” পার্থ আরও বলেন, “আমি যখন বাইরে ছিলাম, তখন কুণাল ঘোষ সম্পর্কে আমার মূল্যায়ন ছিল বিরোধী দলের থেকেও কুণাল দলকে সবচেয়ে বেশি ক্ষতি করছে।”
পার্থ যে একথা বলেছেন, তা কানে আসে কুণালেরও। এবার কুণাল পাল্টা বলেন, “নিয়োগ কেলেঙ্কারির মতো ঘৃণ্য একটি ঘটনার অন্যতম মাস্টার মাইন্ড পার্থ চট্টোপাধ্যায়। কোটি কোটি টাকা তুলেছে। সেরকম লোক যখন আমার সমালোচনা করে, তখন আমি সেটাকে পার্টির ওপর আমার নিষ্ঠা, সঠিক অবস্থান, সততা ও চরিত্রের শংসাপত্র হিসাবে গ্রহণ করি।” নিয়োগ দুর্নীতি নিয়ে অবশ্য ঠিক তার আগেই TV9 বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কুণাল বিস্ফোরক মন্তব্য করেছেন। কুণালের মতে, “পার্থ চট্টোপাধ্যায়ের প্রতি মমতাদির আস্থা ভরসা ছিল। তাই নিয়োগ দুর্নীতির খবর থাকলেও পার্থদাকে ঝেড়ে ফেলতে পারেনি। সব ক্ষেত্রেই একটা মানবিক আবেগ থাকে।” ফলে কুণালকে ঘিরে তৃণমূল অন্দর যে সমান্তরালভাবে আড়াআড়ি বিভাজিত, সেটা ক্রমশই প্রতীয়মান হয়ে উঠছে।