Mamata-Abhishek: কবে অভিষেককে মুখ্যমন্ত্রীর দায়িত্ব দেবেন মমতা? জানুন কুণালের পূর্বাভাস

Kunal Ghosh: দলে মমতার উত্তরসূরি যে অভিষেকই, তা নিয়ে কোনও দ্বিমত নেই তৃণমূলে নেতাদের মধ্যে। কিন্তু এবার একেবারে সরাসরি সময় জানিয়ে দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।

Mamata-Abhishek: কবে অভিষেককে মুখ্যমন্ত্রীর দায়িত্ব দেবেন মমতা? জানুন কুণালের পূর্বাভাস
কী বললেন কুণাল ঘোষ?
Follow Us:
| Edited By: | Updated on: May 02, 2022 | 6:39 PM

কলকাতা : তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। মাঝে মমতা ও অভিষেককে কেন্দ্র করে দলের অন্দরেই দুটি পৃথক ক্ষমতার অলিন্দকে ঘিরে জোর গুঞ্জন ছড়িয়েছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এরপরও আস্থা রেখেছেন অভিষেকের উপর। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছেন অভিষেককে। সর্বভারতীয় রাজনীতিতে দলের ক্ষমতা বিস্তারের দায়িত্ব দিয়েছেন অভিষেকের উপর। গোয়ার নির্বাচনের আগে বার বার সৈকত রাজ্যে উড়ে গিয়েছিলেন অভিষেক। দলে মমতার উত্তরসূরি যে অভিষেকই, তা নিয়ে কোনও দ্বিমত নেই নেতাদের মধ্যে। কিন্তু এবার একেবারে সরাসরি সময় জানিয়ে দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। কবে থেকে বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে চলেছেন অভিষেক? তা এবার জানিয়ে দিলেন কুণাল ঘোষ।

কুণাল ঘোষ সোমবার জানিয়েছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের পাশে থাকছেন, মানুষের হয়ে কাজ করছেন, তাতে যোগ্যতম মুখ্যমন্ত্রী হিসেবে প্রয়াত জ্যোতি বসুর রেকর্ড ভেঙে দেবেন। তার মধ্যে যদি তাঁকে সর্বভারতীয় কোনও দায়িত্ব পালনের ডাক আসে দিল্লি থেকে, তাহলে ঘটনাক্রম সেই দিকেই বইবে।” এরপরই তাঁর সংযোজন, “২০৩৬ সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর তিনি অভিভাবকের ভূমিকায় যাবেন। তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন।” যদিও এটিকে তিনি রাজনৈতিক সৈনিক হিসেবে নিজস্ব পূর্বাভাস হিসেবেই ব্যাখ্যা করেছেন।

নিজের ফেসবুক হ্যান্ডেলে এই নিয়ে একটি পোস্টও করেছেন কুণাল ঘোষ। সেখানে তিনি লিখেছেন, “২০২১ সালের লড়াই তৃণমূলকে অনেক পরিণত করেছে। উচ্চতা দিয়েছে। মানুষ চিনিয়েছে। বিপদ বুঝিয়েছে। আত্মবিশ্বাস দিয়েছে। তৃণমূল কংগ্রেসের এক সৈনিক হিসেবে বলতে পারি, ২০৩৬ সাল পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী থাকবেন মমতাদি। আর সেই ২০৩৬ সালে তিনি অভিভাবকের মত উপস্থিত থাকবেন এমন অনুষ্ঠানে, যেখানে মুখ্যমন্ত্রীর পদে শপথ নেবেন অভিষেক। মুখ্যমন্ত্রিত্বে জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ভারতে নজির গড়বেন মমতাদি।”

তবে বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধীরা। সিপিএম নেতা সুজন চক্রবর্তী এই নিয়ে বলেছেন, “এটা অভিষেক মেনে নিতে পারবে তো? এখন থেকেই তো ডায়মন্ড হারবার মডেল তৈরি করে নিয়েছে। আগে বাংলা মডেল বলা হত, এখন ডায়মন্ড হারবার মডেল বলা হয়। আগে বলা হত, বাংলা দেশকে পথ দেখায়। এবার হয়ত বলা হবে, ডায়মন্ড হারবার দেশকে পথ দেখায়।”

আরও পড়ুন : Lakshmir Bhandar: আরও ২০ লাখ মহিলা পাবেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, দেবেন খোদ মুখ্যমন্ত্রী