Kunal Ghosh: ‘কনফিউজড’ কুণাল, কাটছে না ঝাপসা ভাব! ফের দিলেন ইঙ্গিতপূর্ণ বার্তা
Kunal Ghosh TMC: সম্প্রতি নিজের সমাজমাধ্যমে কুণাল ঘোষ লিখেছিলেন, 'যে মাঠে খেলি, সেখানটাই ঝাপসা দেখতে পাচ্ছি। অনেক ঝড় জল দেখেছি। তাই নিজেকে প্রস্তুত রাখছি।' শনিবার রাতেও কুণালের করা পোস্টে নেই কোনও বদল। ফের উঠে এল সেই অনিশ্চয়তাপূর্ণ প্রসঙ্গ।

সম্প্রতি নিজের সমাজমাধ্যমে কুণাল ঘোষ লিখেছিলেন, ‘যে মাঠে খেলি, সেখানটাই ঝাপসা দেখতে পাচ্ছি। অনেক ঝড় জল দেখেছি। তাই নিজেকে প্রস্তুত রাখছি।‘ শনিবার রাতেও কুণালের করা পোস্টে নেই কোনও বদল। ফের উঠে এল সেই অনিশ্চয়তাপূর্ণ প্রসঙ্গ।
এদিন কুণাল লিখলেন, ‘কনফিউজড। যে সয় সে রয় নাকি অন্যায় যে করে,অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণসম দহে। কোন পথে?’ অবশ্য, সব শেষে তিনি এই কথাও লিখতে ভোলেননি যে এটি একটি অরাজনৈতিক পোস্ট। অবশ্য, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের ‘অরাজনৈতিক’ পোস্টেই যথেষ্ট রাজনীতি রয়েছে বলে মত একাংশের। কারণ, ঠিক যেখান থেকে শুরু করেছিলেন তিনি। অর্থাৎ সেই ঝাপসা ভাব, এখনও রয়ে গিয়েছেন সেখানেই। এ যেন কোনও সরলরেখা।
রাজনীতির কারবারিদের মতে, কুণালের এই পোস্টে যে সমীকরণ রয়েছে, সেই একই সমীকরণ দেখা গিয়েছে, তার আরও একটি পোস্টের বার্তাতেও। যেখানে আরজি কর আন্দোলনের সময়কালের কথা তুলে ধরে বেশ কিছু নেতা-নেত্রীকে কাঠগড়ায় তুলেছিলেন তিনি। সেই নিয়ে তাঁকে প্রশ্ন টিভি৯ বাংলার তরফে।
তিনি জানিয়েছিলেন, ‘এই যে আরজি কর অধ্যায়, সেটা আমাদের কাছে অত্যন্ত শিক্ষনীয়। অনেক প্রতিষ্ঠিত নেতা, তাঁরা মুখ খোলা দূর অস্থ, সামাজিক মাধ্যমে পোস্ট পর্যন্ত করেননি।’ এই সময়কালে রাজ্য সরকারকেও যে ক্রমাগত অপ্রস্তুত পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল বলেই মত কুণালের। তিনি আরও বলেন, ‘আসলে এই ধরনের অভিজ্ঞতা আমার প্রথম নয়। এটাই জীবনের নিয়ম। আমার জীবনে অনেক অভিজ্ঞতা রয়েছে। অনেক ঝড়-জল দেখেছি, ধরেই রেখেছি কিছু না কিছু ঘটবেই। কেউ যদি আমাকে ভাল বলেন, আমি তাঁর জুতো পরিষ্কার করে দিতেও রাজি। কিন্তু ল্যাজে আগুন দেবে মনে করলে, হনুমানের মতোই পারফর্ম করতে হয়।’
