Recruitment Scam: ফের এক রহস্যময়ী অভিনেত্রী, যাঁর হাত ধরে টলিপাড়ায় জাল ফেলেছিলেন কুন্তল: সূত্র

সিজার মণ্ডল | Edited By: Soumya Saha

Mar 10, 2023 | 11:30 AM

Kuntal Ghosh: জানা যাচ্ছে, টলিউডের ওই অভিনেত্রীকে সামনে রেখে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির বিভিন্ন অভিনেতা ও অভিনেত্রীদের মধ্যে নিজের নেটওয়ার্ক তৈরি করছিল কুন্তল। এবার সেই অভিনেত্রীকেও জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। সূত্র মারফত এমনই জানা যাচ্ছে।

Recruitment Scam: ফের এক রহস্যময়ী অভিনেত্রী, যাঁর হাত ধরে টলিপাড়ায় জাল ফেলেছিলেন কুন্তল: সূত্র
কুন্তলের নেটওয়ার্কে কোন অভিনেত্রী সবথেকে বেশি সক্রিয়?

Follow Us

কলকাতা: নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) তদন্তে পরতে পরতে রহস্য। উঠে আসছে একের পর এক নাম। তদন্তের অগ্রগতির সঙ্গে নাম জড়াচ্ছে টলিপাড়ারও। বৃহস্পতিবারই অভিনেতা বনি সেনগুপ্তকে ইডির (Enforcement Directorate) অফিসে তলব করা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য। দীর্ঘক্ষণ ধরে চলে সেই জিজ্ঞাসাবাদ পর্ব। এদিকে সূত্র মারফত জানা যাচ্ছে, ইডির নজরে রয়েছেন কুন্তল ঘনিষ্ঠ আরও ছয় জন অভিনেতা-অভিনেত্রী। টলিপাড়ার এই অভিনেতা-অভিনেত্রীদের তালিকা তৈরি করেছে ইডি। সূত্রের খবর, এদের মধ্যে একজন অভিনেত্রী এই নেটওয়ার্ক তৈরিতে সবচেয়ে সক্রিয় ছিলেন। জানা যাচ্ছে, টলিউডের ওই অভিনেত্রীকে সামনে রেখে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির বিভিন্ন অভিনেতা ও অভিনেত্রীদের মধ্যে নিজের নেটওয়ার্ক তৈরি করছিল কুন্তল। এবার সেই অভিনেত্রীকেও জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। সূত্র মারফত এমনই জানা যাচ্ছে।

কুন্তলের বিভিন্ন অ্যাকাউন্ট ঘেঁটে একাধিক অভিনেতা ও অভিনেত্রীদের সঙ্গে আর্থিক লেনদেনের যোগ পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। অনেককেই ছবি প্রযোজনা করার টোপ দিয়ে আলাপ জমিয়ে দামী উপহার দিয়েছেন কুন্তল। জানা যাচ্ছে, কোনও ছবির কাজ না করেই মোটা টাকা পেয়েছেন তাঁরা। কেবলমাত্র কিছু অনুষ্ঠানে উপস্থিতির বিনিময়ে। সূত্রের খবর, টলিপাড়ার এই সমস্ত অভিনেতা অভিনেত্রীদের তালিকা তৈরি করেছে ইডি। প্রশ্ন উঠছে, এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তালিকায় টলিপাড়ার কোন কোন অভিনেতা বা অভিনেত্রী রয়েছেন? আর যিনি সবচেয়ে বেশি সক্রিয় ছিলেন এই নেটওয়ার্কে, তিনিই বা কে? এমন বেশ কিছু প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করেছে।

এদিকে অভিনেতা বনি সেনগুপ্তর সঙ্গে নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার কুন্তল ঘোষের আর্থিক লেনদেনের কথা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে টলিপাড়ায়। শুধু বনিই নন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর খবর, আরও যে ছয় জন অভিনেতা-অভিনেত্রীর কথা হচ্ছে, তাঁদের মধ্যে তিনজন অভিনেত্রীর অ্যাকাউন্টে কুন্তল ঘোষের অ্যাকাউন্ট থেকে বিপুল অঙ্কের টাকা ঢুকেছে। সেই সব দিকগুলিই খতিয়ে দেখছেন ইডির তদন্তকারী আধিকারিকরা।

Next Article