Madhyamik Exam LIVE Updates: ২৫ মিনিটেই ট্র্যাক করা গিয়েছে ২ জনকে, প্রশ্ন পত্র ফাঁসে পরীক্ষা বাতিল ২ ছাত্রের
Madhyamik Exam LIVE Updates: গত ২৬ জানুয়ারি সকাল ১১ টা থেকেই খুলে দেওয়া হয়েছে মাধ্যমিকের কন্ট্রোল রুম। ৯১৪৭১৩৫৭৪৮-এই নম্বরে যোগাযোগ করতে পারবেন পরীক্ষার্থীরা। উত্তরবঙ্গের জন্য় রয়েছে পৃথক কন্ট্রোল রুম। এবার মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন মোট ৯,২৩,০১৩ জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৪,০৫,৯৯৪, ছাত্রীর সংখ্যা ৫,১৭০,১৯ জন।
আজ থেকে রাজ্যে শুরু মাধ্যমিক পরীক্ষা। আজ শুক্রবার বাংলা তথা প্রথম ভাষার পরীক্ষা। সকাল ৯ টা ৪৫ মিনিট থেকে পরীক্ষা শুরু হয়েছে। শেষ হবে দুপুর ১ টায়। প্রশ্নপত্র পড়ার জন্য সময় ছিল ১৫ মিনিট। এদিন সকাল থেকেই রাজ্য জুড়ে তৎপর প্রশাসন। জেলাগুলিতে ভোর থেকেই পরিবহন চালু করে দেওয়া হয়। পরীক্ষার্থীরা যাতে কোনও অসুবিধায় না পড়েন তার জন্য জেলায় জেলায় খোলা হয়েছে কন্ট্রোল রুম।
সারাদিন মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত সব আপডেটে নজর রাখুন
LIVE NEWS & UPDATES
-
২ ছাত্রের পরীক্ষা বাতিল
৩ টি পরীক্ষাকেন্দ্র থেকে ৩ টি মোবাইল সিজ হয়েছে। পুরুলিয়া, ঝাড়গ্রাম, মালদহে মোবাইলে সিজ করা হয়েছে। লখিমপুর আর ইংরেজবাজার, এই ২ পরীক্ষাকেন্দ্র থেকে প্রশ্নের ছবি বাইরে বের করা হয়েছিল বলে জানাল পর্ষদ। রায়গ্রাম হাই স্কুল, ইংরেজবাজার ৩, বেদরাবাদ হাই স্কুল, লখিমপুর ৬ থেকে প্রশ্ন বেরিয়েছিল। ২ জন ছবি তুলেছিল। একজন নঘরিয়া হাইস্কুলের ছাত্র, আরেকজন চামাগ্রাম হাইস্কুলের ছাত্র যারা প্রশ্ন বের করেছিল। এদের মাধ্যমিক পরীক্ষা বাতিল করা হল। আর এরা এ বছর মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে না।
-
জরুরি অনুমতি
১২ জনকে পরীক্ষা চলাকালীন হাসপাতালে শিফট করতে হয়েছে গোটা রাজ্যে। এমার্জেন্সি বলে পারমিশন দেওয়া হয়েছে। পর্ষদ
-
-
বাচ্চাকে নিয়ে পরীক্ষা
একজন মা পরীক্ষা দিয়েছেন। বাচ্চা মাকে না দেখলে পরীক্ষা দিতে পারে না। সেই মাকেও পরীক্ষা কেন্দ্রের বাইরে বসার অনুমতি দেওয়া হয়েছে: পর্ষদ
-
ল্যাপটপে মাধ্যমিক
৯ লক্ষ ২৩ হাজার ৪৫ জন পরীক্ষার্থী। প্রেস মিট করে জানাল পর্ষদ। ৩৬৪ জনের জন্য অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। একজন ল্যাপটপে লিখে পরীক্ষা দিয়েছেন। তাঁকে স্পেশ্যাল পারমিশন করানো হয়েছে বলে জানালেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।
-
হোয়াটসঅ্যাপে ‘ফাঁস’ মাধ্যমিকের প্রশ্নপত্র
পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই হোয়াটসঅ্যাপের সেই প্রশ্নপত্র দেখা যায়। পর্ষদ ইতিমধ্যেই ২ জনকে চিহ্নিত করেছে।
বিস্তারিত পড়ুন: হোয়াটসঅ্যাপে ‘ফাঁস’ মাধ্যমিকের প্রশ্নপত্র!
-
-
হুলা পার্টি মোতায়েন করে নিয়ে যাওয়া হল মাধ্যমিক পরীক্ষার্থীদের
জঙ্গলপথে মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতায়াত নিরাপদ করতে ব্যবস্থা নিল বন দফতর। হাতির আতঙ্কে মোতায়েন করা হল হুলা পার্টি। গাড়িতে করে পরীক্ষার্থীদের নিয়ে যাওয়া হল পরীক্ষাকেন্দ্রে। গত বছর জলপাইগুড়িতে হাতির হানায় মৃত্যু হয়েছিল এক মাধ্যমিক পরীক্ষার্থীর। সেই অভিজ্ঞতা থেকেই এবার বাঁকুড়ার হাতি উপদ্রুত জঙ্গলমহলে বাড়তি সতর্কতা বন দফতরের।
-
উল্টোডাঙায় গুরুতর অসুস্থ ছাত্রী
পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই উল্টোডাঙায় গুরুতর অসুস্থ হয়ে পড়ল এক ছাত্রী। ধরবাগান সারদা প্রসাদ ইনস্টিটিউট অব গার্লস স্কুলে এক পরীক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। আংশিক অচৈতন্য অবস্থায় তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
-
প্রধান শিক্ষক ছাড়াই মাধ্যমিক শুরু নরেন্দ্রপুরের স্কুলে
বাইরে থেকে দুষ্কৃতী ঢুকে শিক্ষকদের পিটিয়েছিল বলরামপুর মন্মথনাথ বিদ্যামন্দিরে। আজ শুক্রবার সেই স্কুলে মাধ্যমিকের সিট পড়েছে। পরীক্ষা শুরুর আগে পুলিশের তৎপরতা দেখা গেল সেখানে। স্কুলের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে সশস্ত্র পুলিশ আধিকারিক। সবিস্তারে পড়ুন: প্রধান শিক্ষক ছাড়াই নরেন্দ্রপুরের শিক্ষক পেটানো সেই স্কুলে মাধ্যমিক শুরু
-
জঙ্গলে এবার বিশেষ নিরাপত্তা
উত্তরবঙ্গে ধূপগুড়িতে জঙ্গল লাগোয়া এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীদের দেওয়া হল বিশেষ নিরাপত্তা। বন দফতরের গাড়িতে করে পরীক্ষার্থীদের পৌঁছে দেওয়া হল পরীক্ষা কেন্দ্রে। ডুয়ার্সের মরাঘাট, খুট্টিমারি, মেলাবস্তি এলাকার পরিক্ষার্থীদের এভাবেই পৌঁছে দেওয়া হয়েছে।
-
সকালেই পরীক্ষাকেন্দ্রে হাজির পুলিশ কমিশনার
শুক্রবার পরীক্ষার দিন সকালে পরীক্ষাকেন্দ্রে হাজির হন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। স্কুলগুলিতে যাতে পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পৌঁছতে পারে সেই ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন তিনি। স্কুলগুলির নিরাপত্তা পরিস্থিতি এদিন খতিয়ে দেখেন পুলিশ কমিশনার। তিনি বলেন, ‘পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে এসেছিলাম। পরীক্ষার্থীদের হাতে গোলাপ ফুল তুলে দেন তিনি।’
-
সুন্দরবনে নদীপথে পারাপার মাধ্যমিক পরীক্ষার্থীদের
সুন্দরবনের গোসাবা ব্লকে এক দ্বীপ থেকে অন্য দ্বীপে পরীক্ষা কেন্দ্রে যেতে হচ্ছে পরীক্ষার্থীদের। নদীপথে যাচ্ছে তারা। গোসাবায় ২২৬৭ জন মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে এবার। মোট ৮ টি স্কুলে মাধ্যমিক পরীক্ষা হবে। পরীক্ষার্থীদের যাতায়াতের সময় যাতে কোন সমস্যা না হয় সেই কারণেই জেটি গুলিতে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার ও পুলিশকর্মীদেরকে মোতায়েন করা হয়েছে।
-
মাধ্যমিকের জন্য চলবে বিশেষ মেট্রো
কলকাতা ও আশপাশের পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে চালানো হবে বিশেষ মেট্রো। সকাল ৮ টা ২০ মিনিট থেকে সকাল ৯ টার মধ্যে ৪টি বিশেষ মেট্রো চালানো হবে, আর দুপুর ১ টা থেকে দুপুর ২ টো-র মধ্যে ফের ৪টি বিশেষ মেট্রো চালানো হবে। পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে বা বাড়ি ফিরতে যাতে কোনও অসুবিধা না হয়, তাই এই ব্যবস্থা।
-
হাতি উপদ্রুত এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা
পশ্চিম মেদিনীপুরে বিশেষ নজর দেওয়া হয়েছে হাতি উপদ্রুত এলাকাগুলিতে। পরীক্ষার্থীদের এসকর্ট করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে। জঙ্গলের ছোট রাস্তা এড়িয়ে বড় রাস্তা দিয়ে পরীক্ষা দিতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া পরীক্ষা কেন্দ্রগুলিতে নিরাপত্তা নিশ্চিত করতে সমস্ত রকমের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। সমস্ত কেন্দ্রেই একটি করে প্যারামেডিক্যাল টিমও থাকছে।
-
এবার পরিবর্তিত সময়ে হচ্ছে পরীক্ষা
এতদিন পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা শুরু হত সকাল ১১টা ৪৫ মিনিট থেকে। প্রশ্নপত্র পড়ার জন্য দেওয়া হয় ১৫ মিনিট সময়। পরীক্ষা শেষ হয় দুপুর ৩টেয়। এবার মধ্যশিক্ষা পর্ষদের তরফ নতুন সময়ের কথা ঘোষণা করেছে। এবার পরীক্ষা শুরু হচ্ছে ৯ টা ৪৫ মিনিটে আর শেষ হবে দুপুর ১টায়।
Published On - Feb 02,2024 7:30 AM