Local Train: শিয়ালদহ দক্ষিণ শাখায় সকাল থেকে রেল-বিভ্রাট, পুজোর দিনগুলোতে কখন চলবে লোকাল ট্রেন

Local Train: গত কয়েক বছর ধরেই রবিবারের সূচি অনুযায়ী পুজোর দিনগুলিতে ট্রেন চালায় পূর্ব রেল। শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য অফিস বন্ধ থাকায় রবিবারের মতো লোকাল ট্রেন চালানো হয়। তবে পুজোর কথা মাথায় রেখে সন্ধ্যার পর থেকে বেশি ট্রেন চালানো হয়।

Local Train: শিয়ালদহ দক্ষিণ শাখায় সকাল থেকে রেল-বিভ্রাট, পুজোর দিনগুলোতে কখন চলবে লোকাল ট্রেন
লোকাল ট্রেনImage Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Oct 09, 2024 | 4:39 PM

কলকাতা: ষষ্ঠীর দিন সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে ভিড় বেড়েছে। কেউ কেউ কর্মক্ষেত্রেও যান এদিন। আর তার মধ্যেই শিয়ালদহ দক্ষিণ শাখায় ব্যাপক বিভ্রাট। সকাল থেকেই ব্যাহত পরিষেবা। সোনারপুর-বারুইপুর ও সোনারপুর-ক্যানিং লাইনে পরিষেবা ব্যাহত হয়েছে বলে জানানো হয়েছে রেলের তরফে। অবরোধের জেরেই এদিন ব্যাহত হয় পরিষেবা।

পুজোর দিনগুলোতেও যাতে অন্যান্য দিনের মতো নিয়মিত ট্রেন চলে, একই সময়ে, সেই দাবিতেই অবরোধ করা হয় রেল লাইন। এই পরিস্থিতিতে পূর্ব রেলের তরফে একটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়। সোনারপুর-শিয়ালদহ ইএমইউ স্পেশাল ট্রেন চালানো হয়। শিয়ালদহ থেকে সেই ট্রেন ছাড়ে সকাল ৯টা ৪৫ মিনিটে। তারপরও বেশ কয়েক ঘণ্টা ধরে চলে অবরোধ। প্রায় সকাল ১১টা পর্যন্ত চলে সেই পরিস্থিতি।

এই অবরোধের জেরে ১৪টি আপ লোকাল ট্রেন ও চারটি ডাউন লাইনের লোকাল ট্রেন দেরীতে ছাড়ে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই রবিবারের সূচি অনুযায়ী পুজোর দিনগুলিতে ট্রেন চালায় পূর্ব রেল। শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য অফিস বন্ধ থাকায় রবিবারের মতো লোকাল ট্রেন চালানো হয়। তবে পুজোর কথা মাথায় রেখে সন্ধ্যার পর থেকে বেশি ট্রেন চালানো হয়। মধ্যরাত পর্যন্ত চলে লোকাল ট্রেন, যাতে সাধারণ মানুষ তথা দর্শনার্থীদের বাড়ি ফিরতে কোনও অসুবিধা না হয়।

এদিন সাধারণ যাত্রীদের প্রতিবাদের জেরে শিয়ালদহ ডিভিশনের জন্য সব দাবি মেনে নিয়েছে রেল কর্তৃপক্ষ। পুজোর দিনগুলোতে নিয়মিত চলা ট্রেনের পাশাপাশি বেশ কিছু স্পেশাল ট্রেন চালানো হবে, যা সকাল থেকে চালানো হবে। ফলে শিয়ালদহ যাওয়ার ক্ষেত্রে যাত্রীদের কোনও অসুবিধা হবে না বলেই জানাচ্ছে পূর্ব রেল।