Narendra Modi: কলকাতায় নরেন্দ্র মোদী, শুক্রবার ব্যাক টু ব্যাক সভা

Narendra Modi: বৃহস্পতিবার রাত সওয়া ৯টা নাগাদ দমদম বিমানবন্দরে অবতরণ করেন নরেন্দ্র মোদী। সেখান থেকে সোজা চলে যান রাজভবন। প্রোটোকল অনুযায়ী রাতে সেখানেই থাকবেন তিনি। এর আগেও বঙ্গসফরে এসে রাজভবনেই রাত্রিবাস করেছিলেন। শুক্রবার সকালে এখান থেকেই রওনা দেবেন বর্ধমানের পথে।

Narendra Modi: কলকাতায় নরেন্দ্র মোদী, শুক্রবার ব্যাক টু ব্যাক সভা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: May 03, 2024 | 12:16 AM

কলকাতা: বৃহস্পতিবার রাতেই কলকাতায় এসে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার ৩ তারিখ তিনটি সভা করার কথা রয়েছে বাংলায়। প্রথমে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের দক্ষিণ বর্ধমান সাই কমপ্লেক্স মাঠে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে বর্ধমান-দুর্গাপুরের প্রার্থী দিলীপ ঘোষের পাশাপাশি প্রার্থী অসীম সরকারের হয়ে প্রচার করবেন তিনি। এরপর সভা করার কথা নদিয়া ও বীরভূমে। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে ভোট প্রচার করবেন তেহট্টে। পাশাপাশি বীরভূমে বোলপুরের প্রার্থী পিয়া সাহার সমর্থনে সভা করার কথা তাঁর।

বৃহস্পতিবার রাত সওয়া ৯টা নাগাদ দমদম বিমানবন্দরে অবতরণ করেন নরেন্দ্র মোদী। সেখান থেকে সোজা চলে যান রাজভবন। প্রোটোকল অনুযায়ী রাতে সেখানেই থাকবেন তিনি। এর আগেও বঙ্গসফরে এসে রাজভবনেই রাত্রিবাস করেছিলেন। শুক্রবার সকালে এখান থেকেই রওনা দেবেন বর্ধমানের পথে।

টিভিনাইনকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে নরেন্দ্র মোদী বলেন, “বাংলায় অনেক বড় পরিবর্তন হবে। শুধু সময়ের অপেক্ষা।” বলেন, বিজেপিকে যতই কুকথা বলা হোক না কেন ন নোটের তাড়া লুকোনোর কোনও জায়গা নেই। মোদীর কথায়, “সকলে দেখেছেন খাটের তলা থেকে নোট বেরিয়েছে।” প্রচারেও নানা দুর্নীতিকে ইস্যু করছে বিজেপি। তুলে আনছে সন্দেশখালি প্রসঙ্গও। শুক্রবারের সভা থেকে কী বার্তা দেন মোদী, সেদিকেই নজর বঙ্গ বিজেপি ব্রিগেডের।