Maha Saptami Live: মণ্ডপে তিলোত্তমার বার্তা সাউন্ড সিস্টেমে বাজানোর দাবি, মহাসপ্তমীতে অনশনকারীদের চিঠি পুলিশের
Maha Saptami Live: গতকাল ষষ্ঠীর দিন মানুষের যেমন ঢল ছিল চোখে পড়ার মতো। তেমনই চলছে চিকিৎসকদের আন্দোলন। তিলোত্তমার ন্যায়-বিচারের দাবিতেও পথে ডাক্তাররা। ফলত, শোকে-দ্রোহে-আনন্দেই চলছে এবারের শারদীয়া। এ দিনের সকল আপডেট এক নজরে...
আজ মহাসপ্তমী। নবপত্রিকা স্নানের মাধ্যমে শুরু দেবীর আরাধনা। গতকাল ষষ্ঠীর দিন মানুষের যেমন ঢল ছিল চোখে পড়ার মতো। তেমনই চলছে চিকিৎসকদের আন্দোলন। তিলোত্তমার ন্যায়-বিচারের দাবিতেও পথে ডাক্তাররা। ফলত, শোকে-দ্রোহে-আনন্দেই চলছে এবারের শারদীয়া। এ দিনের সকল আপডেট এক নজরে…
LIVE NEWS & UPDATES
-
মণ্ডপে তিলোত্তমার বাবা-মায়ের বার্তা শোনানোর দাবি
- সার্ভে পাক দুর্গোৎসব মন্ডপ প্রাঙ্গনে তিলোত্তমা কর্নারের দাবিতে ও তিলোত্তমার মা-বাবার বার্তা সাউন্ড সিস্টেমে চালানোর দাবিতে সরব হয়েছিলেন স্থানীয় বাসিন্দাদের একাংশ।
- সেই দাবিতে সপ্তমীর সন্ধ্যা থেকে মন্দির প্রাঙ্গণে স্থানীয়দের কয়েকজন অবস্থানে বসেন। এই দাবি নিয়ে অবস্থানে বসায় আপত্তি তোলের মন্দির কমিটির একাংশ যারা অবস্থানে বসেছিলেন তাদের বেরিয়ে যেতে বাধ্য করার অভিযোগ।
- ৯৩ বছর বয়সী এক বৃদ্ধ থেকে অবস্থানের কারণে বের করে দেওয়া হয়।
-
আশঙ্কাজনক অনিকেত
- ১১৩ ঘণ্টা পেরিয়ে গিয়েছে। আন্দোলনকারীদের মধ্যে অন্যতম মুখ অনিকেত মাহাতোর শারীরিক অবস্থা বিপজ্জনক। তাঁকে পরীক্ষা করে জানালেন আরজি করেরই চিকিৎসক সৈকত নিয়োগী।
- চিকিৎসক জানিয়েছেন, অনিকেতের দেহে কিটোন বডির উপস্থিতি মিলতে শুরু করেছে। কিটোন বডির পরিমাণ ৩+। কিটোন বডি বাড়তে থাকলে কিটো অ্যাসিডোসিস হয়ে কোমায় যেতে পারে রোগী। ধীরে ধীরে অঙ্গ প্রত্যঙ্গ বিকল হওয়ারও সম্ভাবনা থাকে।
- ইতিমধ্যে লিভারে প্রভাব পড়তে শুরু করেছে অনিকেতের। চিন্তায় চিকিৎসকরাই। এসএসকেএম-এ গঠিত হল চার সদস্যের মেডিক্যাল টিম।
-
-
কামান দেগে নীলকন্ঠ উড়িয়ে শুরু দেবীর আরাধনা
- কৃষ্ণনগরের রাজবাড়িতে কামান দেগে ও নীলকন্ঠ পাখি উড়িয়ে দুর্গার আরাধনা শুরু হল। রাজবাড়ি পূজা সঙ্গে সঙ্গে শুরু হতো গোটা অবিভক্ত বাংলার সমস্ত জায়গায় দুর্গাপূজা।
- প্রথমে চলত বাসন্তী পূজা, রাজা কৃষ্ণচন্দ্র প্রথম শুরু করেন মায়ের সঙ্গে লক্ষ্মী গণেশ কার্তিক স্বরস্বতীর পুজো। অষ্টমীতে আটটি ভাজা দিয়ে মাকে ভোগ দেওয়া হবে। আর নবমীতে দেওয়া হয় মাছ এবং পান্তা ভাতের ভোগ।
- সাড়ে ৪০০ বছরের পুরনো ঐতিহ্য মেনে এবারও ধূমধাম করে পালিত হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজবাড়ির দুর্গাপুজো।
- শুধুমাত্র কৃষ্ণনগর নয় গোটা জেলা এবং রাজ্য থেকে ভক্তরা যান কৃষ্ণচন্দ্র রায়ের রাজবাড়ি দর্শন করতে এবং অঞ্জলি দিতে।
-
দুর্গাপুজোয় কলকাতায় এলেন বাংলার জামাই, বললেন, ‘ন্যায়ের জিত হবেই’
- কলকাতায় এসেছেন বাংলার জামাই। কে বলুন তো? বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জেপি নাড্ডা।
- সপ্তমীর সকালে প্রথমে বেলুড় মঠ পৌঁছন জেপি নাড্ডা। তারপর সেখান থেকে পৌঁছন বিজেপি কাউন্সিলর সজল ঘোষের সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোতে।
- তাঁর সঙ্গে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
বিস্তারিত পড়ুন: Santosh Mitra Square: দুর্গাপুজোয় কলকাতায় এলেন বাংলার জামাই, বললেন, ‘ন্যায়ের জিত হবেই’
-
মুসলমান ভাইয়ের গাড়িতে চড়ে মা আসেন এখানে, ইমামবাড়ার পাশের এই দুর্গাপুজো দেখছেন?
- এ বাংলা সম্প্রীতির। শুধু হিন্দুরা নয়, হুগলির ইমামবাড়ার পাশে প্রতিবছর হওয়া দুর্গাপুজোয় হাতে হাত মিলিয়ে কাজ করে ওঁরা। দুই সম্প্রদায় মিলে পালন করে পুজো। ইদ-মহরম পালিত হয় ইমামবাড়ায়।
- হুগলির ইমামবাড়া দানবীর হাজি মহম্মদ মহসীন তৈরি করেছিলেন। সময় লেগেছিল কুড়ি বছর। সব সম্প্রদায়ের মানুষের জন্য যা একটি দর্শনীয় স্থাপত্য।
- গঙ্গার পাড়ের সেই ইমামবাড়ার পাশেই হয় ইমামবাজার সর্বজনীন দুর্গা পুজো হয়। পুজোর দিনগুলিতে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ থাকেন মিলেমিশে। কুমোর বাড়ি থেকে প্রতিমা আনা থেকে বিসর্জন একসঙ্গেই করেন।
বিস্তারিত পড়ুন: Durga Puja: মুসলমান ভাইয়ের গাড়িতে চড়ে মা আসেন এখানে, ইমামবাড়ার পাশের এই দুর্গাপুজো দেখছেন?
-
-
অনুদান ফিরিয়ে শোক ও প্রার্থনার মধ্য দিয়ে মহিলাদের অনারম্বর পুজো বার্নপুরে
- অন্যরকম পুজো এবার বার্নপুর পুরানোহাটে। আরজিকর কাণ্ডে তিলোত্তমার বিচার চেয়ে মহিলা পরিচালিত এই পুজো এবার একেবারেই অনারম্বর।
- সরকারি অনুদান ফিরিয়ে দিয়ে মা দুর্গার আবাহন করার সাহস দেখিয়েছেন বার্নপুরের মহিলা পরিচালিত পুজো কমিটি।
- অষ্টমীর পুজোর মধ্যে হবে বিশেষ প্রার্থনার আয়োজন ও মৌনব্রত পালন।
- পুজোর চার রাতে দশ মিনিট করে অন্ধকার করে শোকপালন। এভাবেই এবার পুজোর দিনগুলো কাটাচ্ছেন আসানসোলের বার্নপুর পুরানোহাট সর্বজনীন দুর্গা পুজো কমিটি।
-
বেলুড় মঠে সাড়ম্বরে চলছে পুজো
মহা সপ্তমীতে বেলুড় মঠের দুর্গা পূজা দর্শন করতে এলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা এবং বিজেপির রাজ্য সম্পাদক সুকান্ত মজুমদার,বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাহুল সিনহা। বেলা বারোটা নাদাদ বেলুড় মঠে আসেন তাঁরা
-
কয়েক বছরের নারী নির্যাতনের ঘটনা তুলে ধরল বিচিত্রা ক্লাব
- আরজি কর এবং তার সঙ্গে একের পর এক ধর্ষণ, নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে পুজো। গোটা মণ্ডপ, আলোকসজ্জা থেকে শুরু করে সব ক্ষেত্রেই সেই ছবি।
- শুধু তাই নয় পুজোর মধ্যে দিয়ে নারীদের একত্রিত হওয়ার ডাক দিয়েছেন তাঁরা। দলবদ্ধ হয়ে প্রতিরোধ, প্রতিবাদের ডাক দেওয়া হয়েছে।
- নিজেদের কর্মস্থল থেকে শুরু করে সর্বত্র নারী নির্যাতনের শিকার মূল বিষয় বস্তু মালদা বিচিত্রা ক্লাবের পুজোর। মা দুর্গা এখানে সেই প্রতিবাদী সাধারণ নারী।
- গোটা মণ্ড সাজানো হয়েছে নারী নির্যাতনের টানা কিছু বছরের তথ্য তুলে ধরে। রয়েছে বিভিন্ন মুর্তি প্রতিকৃতি, ছবি, পোস্টার।
-
খড়গপুরে চলছে ধুমধামের সঙ্গে পুজো
- মেদিনীপুর শহরের বার্জ-টাউন সার্বজনীন দুর্গোৎসব পূজা কমিটি এবার ৭৮ তম বর্ষে পদার্পণ করল।
- এবারে এদের পূজার থিম ‘বন্দী’ ।
- একটা শিশু যেমন তার নিজের মনের কাছে বন্দি থাকে ঠিক তেমনই একটা পাখিও তেমন বন্দি থাকে।
- মানুষ যে যার নিজের স্বার্থে একে অপরকে বন্দি করে রাখে। ঠিক সেই বন্দি জীবনটাকে তুলে ধরতে চেয়েছে এবার এই পুজো কমিটি ।
Published On - Oct 10,2024 12:02 PM
Most Read Stories